মারক্যানসিয়া
মারক্যানসিয়ার ভারতীয় প্রজাতি: ভারতে মারক্যানসিয়ার মোট 11টি প্রজাতি জন্মায় , এদের মধ্যে কয়েকটি হল:- Marchantia polymorpha, M.palmata , M.nepalensis,M.indica গেমা কাপ কি? Fig.Marchantia thallus with gemma cup মারক্যানসিয়ার থ্যালাসের পৃষ্ঠদেশে মধ্যশিরা অঞ্চলে অনেক পেয়ালা সদৃশ গঠন তৈরী হয়, এদের গেমাকাপ বলে। এই কাপ গুলির ভেতরে এক কোষী বৃন্তের উপরিভাগে গেমা আটকানো থাকে। এছাড়া গেমা গুলোর মাঝে মাঝে অনেক মিউসিলেজ রোম থাকে। এই রোম গুলো জল শোষন করে ফুলে উঠে ও গেমা গুলোকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে গেমা গুলো বৃষ্টির জলে ভেসে যায়। যখন গেমা গুলো মাটিতে আপতিত হয় তখন এদের রাইজয়েড তৈরী হয়, বৃদ্ধিবিন্দুর ভাজক কলা বিভাজিত হয়ে নতুন থ্যালাস গঠন করে। Fig. Marchantia sp. গেমা বরাবর থ্যালাসের লম্বচ্ছেদ মারক্যানসিয়ার যৌন জনন মারক্যানসিয়া ভিন্নবাসী,তাই পুরুষ থ্যালাসে antheridiophore ও স্ত্রী থ্যালাসে archegonio phore তৈরী হয়।এর যৌন জনন oogamous প্রকৃতির। Antheridiophore - Fig. অ্যান্থেরিডিয়োফোরের লম্বচ্ছেদ ...