মারক্যানসিয়া

মারক্যানসিয়ার ভারতীয় প্রজাতি: ভারতে মারক্যানসিয়ার মোট 11টি প্রজাতি জন্মায় , এদের মধ্যে কয়েকটি হল:- Marchantia polymorpha, M.palmata , M.nepalensis,M.indica

  গেমা কাপ কি?
Fig.Marchantia thallus with gemma cup
মারক্যানসিয়ার থ্যালাসের পৃষ্ঠদেশে মধ্যশিরা অঞ্চলে অনেক পেয়ালা সদৃশ গঠন তৈরী হয়, এদের গেমাকাপ বলে। এই কাপ গুলির ভেতরে এক কোষী বৃন্তের উপরিভাগে গেমা আটকানো থাকে। এছাড়া গেমা গুলোর মাঝে মাঝে অনেক মিউসিলেজ রোম থাকে। এই রোম গুলো জল শোষন করে ফুলে উঠে ও গেমা গুলোকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে গেমা গুলো বৃষ্টির জলে ভেসে যায়। যখন গেমা গুলো মাটিতে আপতিত হয় তখন এদের রাইজয়েড তৈরী হয়, বৃদ্ধিবিন্দুর ভাজক কলা বিভাজিত হয়ে নতুন থ্যালাস গঠন করে।
Fig.Marchantia sp.গেমা বরাবর থ্যালাসের লম্বচ্ছেদ
মারক্যানসিয়ার যৌন জনন
মারক্যানসিয়া ভিন্নবাসী,তাই পুরুষ থ্যালাসে antheridiophore ও স্ত্রী থ্যালাসে archegonio phore  তৈরী হয়।এর যৌন জনন oogamous প্রকৃতির।
Antheridiophore -
Fig. অ্যান্থেরিডিয়োফোরের লম্বচ্ছেদ                   
(i)Male thallus এর অগ্রে antheridiophore তৈরী হয়।(ii) Antheridiophore এর বৃন্তের দৈর্ঘ্য 2-3সেমি , বৃন্তের উপরিভাগে 4-8 টি লতি যুক্ত এক উত্তল ডিস্ক আছে।(iii) ডিস্কের নিচের দিকে শল্ক ও রাইজয়েড থাকে। (iv) ডিস্কের উপরের দিকে একস্তরী বায়ুরন্ধ্রযুক্ত ত্বক থাকে।(v)  প্রতি বায়ুরন্ধ্র একটি বায়ুপ্রকোষ্ঠের সাথে সম্পর্ক রাখে , আর প্রতি প্রকোষ্ঠে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকারী সবুজ অণুসূত্র থাকে।(vi)  Antheridial chamber ও বায়ুপ্রকোষ্ঠ একান্তর ভাবে বিন্যস্ত থাকে , আর প্রতি chamber -এ একটি সবৃন্তক antheridia থাকে। Antheridia গুলোর বিন্যাস কেন্দ্রাতিগ।(vii) প্রতি chamber-এ একটি অস্টিওল থাকে।(viii) Antheridia -এর একস্তরী জ্যাকেটের ভেতরে অনেক অ্যান্ড্রোসাইট মাতৃকোষ থাকে যা থেকে পরে দুইটি অ্যান্ড্রোসাইট তৈরী হয়। পরিণত অ্যান্ড্রোসাইট প্রোটোপ্লাজমের পরিবর্তন করে দুই ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু তৈরি করে।



Comments

Popular posts from this blog

Plant Biotechnology and Tissue Culture

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha