Endemism
Definition : যখন কোন প্রজাতি , গণ বা জীব-গোষ্ঠী কোন একটি একক বা বিশেষ অপরিসর অঞ্চলে স্থায়ীভাবে সীমাবদ্ধ থাকে ও ঐ অঞ্চলের বাইরে কোন অস্তিত্ব দেখায়না , তখন ঐ ঘটনাকে বলা হয় এন্ডেমিজম ; আর ঐ প্রজাতি , গণ বা জীব-গোষ্ঠী কে এন্ডেমিক বলা হয়। T heories of ENDEMISIM: এন্ডেমিজমের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা প্রথমেই আলোচনা করব Ridley, 1922 এর Epibiotic Hypothesis । রিডলে বলেছেন বর্তমান এন্ডেমিক উদ্ভিদের পূর্বসূরিরা সুদূর অতীতে বড় এলাকা জুড়ে ছিল , ধীরে ধীরে এদের আধিপত্য কমতে থাকে ও এদের এলাকা ছোট হতে থাকে , অবশেষে এরা এই এন্ডেমিক রূপ ধারণ করেছে । এরা বর্তমানে লুপ্তপ্রায় , এরা হারিয়ে যাওয়ার পথে। এরা আজকের উদ্ভিদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না । ফলে নতুন কোন অঞ্চলে প্রতিষ্ঠিত হতে পারছেনা । তিনি এদের অধিজীবজ/ Epibiotic আখ্যা দিয়েছেন, এরা ঐ নির্দিষ্ট স্থানেই থেকে যায় । উদাহরণ : ( ১ ) ক্যালিফোর্নিয়া ও ওরেগন এর মাঝের উপত্যকার Sequoia sepmpervirens এন্ডেমিক। ( ...