Endemism
Definition: যখন কোন প্রজাতি, গণ বা জীব-গোষ্ঠী কোন একটি একক বা বিশেষ অপরিসর
অঞ্চলে স্থায়ীভাবে সীমাবদ্ধ থাকে ও ঐ অঞ্চলের বাইরে কোন অস্তিত্ব দেখায়না,তখন ঐ ঘটনাকে বলা হয় এন্ডেমিজম ; আর ঐ প্রজাতি, গণ বা জীব-গোষ্ঠী কে এন্ডেমিক
বলা হয়।
Theories of ENDEMISIM:
এন্ডেমিজমের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা প্রথমেই আলোচনা করব Ridley, 1922 এর Epibiotic Hypothesis । রিডলে বলেছেন বর্তমান এন্ডেমিক উদ্ভিদের পূর্বসূরিরা সুদূর
অতীতে বড় এলাকা জুড়ে ছিল, ধীরে ধীরে এদের আধিপত্য কমতে থাকে ও
এদের এলাকা ছোট হতে থাকে, অবশেষে এরা এই এন্ডেমিক রূপ ধারণ করেছে। এরা বর্তমানে লুপ্তপ্রায়, এরা হারিয়ে যাওয়ার পথে। এরা আজকের উদ্ভিদের সাথে
প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না । ফলে নতুন কোন অঞ্চলে
প্রতিষ্ঠিত হতে পারছেনা । তিনি এদের অধিজীবজ/ Epibiotic আখ্যা দিয়েছেন, এরা ঐ নির্দিষ্ট স্থানেই থেকে যায়।
উদাহরণ:
(১) ক্যালিফোর্নিয়া ও ওরেগন এর
মাঝের উপত্যকার Sequoia
sepmpervirens এন্ডেমিক।
(৩)Ginkgo biloba ও Metasequoia এই দুই জিম্নোস্পার্ম ও অনুরূপে
চীনের ও জাপান দেশের অধীজীবজ-এন্ডেমিক।
এবার আলোচনা করব Willis,1972-এর “Age and Area” হাইপোথিসিস নিয়ে। এই মতে এন্ডেমিক প্রজাতি ও গণের উদ্ভিদের numerical frequency অভিব্যক্তির মান অনুযায়ী তার বয়সের সাথে সমানুপাতিক। সেই সাথে এন্ডেমিক প্রজাতি ও এন্ডেমিক গণের উদ্ভিদ গুলো ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এমন উদ্ভিদ গোষ্ঠীর সাম্প্রতিক ও নতুন form মাত্র।এই সদস্য উদ্ভিদগুলো ধীরে ধীরে বিকাশ লাভ করে বিস্তৃত হয়েছে, কিন্তু অপরিণত প্রকার রূপে প্রতিনিধিত্ব করছে।
উদাহরণ হিসেবে এই মত অনুযায়ী Primula , Impatience,Gentiana, Rhododendron,ইত্যাদি genus এন্ডেমিক।
·
· D.Chatterjee, 1939,এর মতে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ
গুলো নবাগত ও এরা পরিবর্তিত হচ্ছে এমন কোন গোষ্ঠীর অপত্য, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সুযোগ পায়নি, তাই এক স্থানেই সীমাবদ্ধ থাকে।
Comments
Post a Comment