Endemism


Definition: যখন কোন প্রজাতিগণ বা  জীব-গোষ্ঠী কোন একটি একক বা বিশেষ অপরিসর অঞ্চলে স্থায়ীভাবে সীমাবদ্ধ থাকে ও ঐ অঞ্চলের বাইরে কোন অস্তিত্ব দেখায়না,তখন ঐ ঘটনাকে বলা হয় এন্ডেমিজম ; আর ঐ প্রজাতি, গণ বা জীব-গোষ্ঠী কে এন্ডেমিক বলা হয়।

 Theories of ENDEMISIM:

    এন্ডেমিজমের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা  প্রথমেই আলোচনা করব  Ridley, 1922 এর Epibiotic Hypothesis । রিডলে বলেছেন বর্তমান এন্ডেমিক উদ্ভিদের পূর্বসূরিরা সুদূর অতীতে বড় এলাকা জুড়ে ছিল,  ধীরে ধীরে এদের আধিপত্য কমতে থাকে ও এদের এলাকা ছোট হতে থাকে, অবশেষে এরা এই এন্ডেমিক রূপ ধারণ করেছেএরা বর্তমানে লুপ্তপ্রায়, এরা হারিয়ে যাওয়ার পথে। এরা আজকের উদ্ভিদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না ফলে নতুন কোন অঞ্চলে প্রতিষ্ঠিত হতে পারছেনা তিনি এদের অধিজীবজ/ Epibiotic আখ্যা দিয়েছেন, এরা ঐ নির্দিষ্ট স্থানেই থেকে যায়

উদাহরণ:

() ক্যালিফোর্নিয়া ও ওরেগন এর মাঝের উপত্যকার Sequoia sepmpervirens এন্ডেমিক।


() সিয়েরা নেভাডারSequoia gigantea এন্ডেমিক।  

 Sequoia এর এই দুই প্রজাতি ক্রিটেসিয়াস (১৪৫-৬৬ মিলিয়ন বছর আগে)ও টার্সিয়ারি যুগে (৬৬- ২.৬ মিলিয়ন বছর আগে) বিস্তির্ণ এলাকা জুড়ে ছিল, আর আজ এর অধীজীবজ হয়ে এন্ডেমিক

(৩)Ginkgo biloba Metasequoia এই দুই জিম্নোস্পার্ম ও অনুরূপে চীনের ও জাপান দেশের অধীজীবজ-এন্ডেমিক।

      

  এবার আলোচনা করব Willis,1972-এর “Age and Area” হাইপোথিসিস নিয়েএই মতে এন্ডেমিক প্রজাতি ও গণের উদ্ভিদের numerical frequency অভিব্যক্তির মান অনুযায়ী তার বয়সের সাথে সমানুপাতিক। সেই সাথে এন্ডেমিক প্রজাতি ও এন্ডেমিক গণের উদ্ভিদ গুলো ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এমন উদ্ভিদ গোষ্ঠীর সাম্প্রতিক ও নতুন  form মাত্র।এই সদস্য উদ্ভিদগুলো ধীরে ধীরে বিকাশ লাভ করে বিস্তৃত হয়েছে, কিন্তু অপরিণত প্রকার রূপে প্রতিনিধিত্ব করছে

     উদাহরণ হিসেবে এই মত অনুযায়ী  Primula , Impatience,Gentiana, Rhododendron,ইত্যাদি genus এন্ডেমিক।

·    


Coleus elongatus শ্রীলঙ্কার রিটিগালা পর্বতমালায় এন্ডেমিক আবার ঐ একই অঞ্চলের Coleus barbatus , এশিয়া ও আফ্রিকার বিস্তৃত অঞ্চলে অবস্থানরত , কিন্তু এন্ডেমিক নয়।Willis Coleus elongatus কে এন্ডেমিক মানতে রাজি নন,এর কারণ,  মিউটেশনের ফলে Coleus barbatus থেকে Coleus elongatus এর উদ্ভব হয়েছে

·     D.Chatterjee, 1939,এর মতে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ গুলো নবাগত ও এরা পরিবর্তিত হচ্ছে এমন কোন গোষ্ঠীর অপত্য, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সুযোগ পায়নি, তাই এক স্থানেই সীমাবদ্ধ থাকে


    

 

Comments

Popular posts from this blog

Detection of unknown sugar sample solution

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

CORDAITES