Posts

Showing posts from February, 2022

What is Ti plasmid? Describe Agrobacterium mediated gene transfer process .

Image
    চিত্র: Ti plasmid  Ti plasmid এর সম্পূর্ণ নাম Tumour-inducing plasmid । Agrobacterium tumefacirns নামক একটি gm - rod shaped ব্যাক্টেরিয়াতে এই plasmid টি আছে , যার T-DNA ব্যাকটেরিয়া থেকে পোষক  দ্বিবীজপত্রী উদ্ভিদের DNAতে মিলে গিয়ে ঐ গাছে crown gall রোগ তৈরী করে। Agrobacterium mediated gene transfer: চিত্র: Genetically modified plant তৈরী পদ্ধতি (১) Co-cultivation: একটি পেট্রিডিসে ব্যাক্টেরিয়া নিয়ে তাতে তামাক পাতার ডিস্ক কয়েক ঘন্টা থেকে ৩--৪ দিন রাখা হয়।   ফলে Agrobacterium   পাতার কোষের প্রবেশ করে ও T-DNA পাতার কোষের DNA তে ঢুকে যায়। (২)এরপর ডিস্ক গুলো কে মাধ্যম থেকে সরিয়ে carbenicillin বা cefotaxime অ্যন্টিবায়োটিক দ্রবণে দিয়ে ধুয়ে ব্যাক্টেরিয়া গুলো কে মেরে ফেলা হয়। (৩) পরে ডিস্ক বা এক্সপ্লান্ট গুলো কে ফিল্টার পেপারে তুলে একটি পেট্রিডিসে ধাত্রীকোষ সমূহের উপর রাখা হয়।    কঠিন পোষণ মাধ্যমে Auxin ও cytokinin এর অনুপাত 0.1mg/l:1mg/l হয়, ফলে ২-৪সপ্তাহের মধ্যে ডিস্ক গুলো তে বিটপ তৈরী হয়। (৪) এর পরে বিটপ গ...

Embryo culture/ভ্রুণ পোষণ

Types of Embryo Culture:   Embryo Culture 5 প্রকারের হয়:  (1) Culture of mature and intact seed Embryo:  কতিপয় বীজ সুপ্তাবস্থার জন্য অঙ্কুরিত হতে পারে না। ঐ ক্ষেত্রে একটি সুস্থ সবল বীজের ভ্রুণকে টিস্যু কালচারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চারাগাছের রূপ দেওয়া হয়। (2) Culture of immature embryo:   কিছু উদ্ভিদে বীজ তৈরী কালে বীজপত্র তৈরীর অনেক আগেই ভ্রুণ পরিস্ফুটিত হয়, এই রকমের ভ্রুণকে proembryo বলে।     Proembryo বা আদিভ্রুণ বিশিষ্ট বীজের অঙ্কুরোদগম হয় না , তাই এ রকমের উদ্ভিদের অপরিণত বীজ থেকে অপরিণত ভ্রুণকে টিস্যু কালচারের মাধ্যমে পুর্ণাঙ্গ চারাগাছের রূপ দেওয়া হয়।  (3) Culture of adventive embryos from proembryonic seeds:    Citrus জাতীয় বীজ polyembryo বিশিষ্ট হয় ও এই ভ্রুণগুলি nucellar tissue থেকে তৈরী হয় ও এরা adventive প্রকৃতির হয়।     এই adventive embryo গুলিকে tissue culture এর মাধ্যমে পুর্ণাঙ্গ চারাগাছের রূপ দেওয়া হয়। (4) Culture of intact seed containing undifferentiated embryo:     Orchid এর বীজে একগুচ্ছ em...

Genetic Code

Q1. What are Termination Codons? UAA........ ochre UAG........ amber UGA........ opal   are 3 or stop Codons.These Codons don't specify any amino acids  hence , termed nonsense Codons  but direct ribosome to terminate protein synthesis, so termed termination Codons. Q2. List out the properties of genetic codes .      Properties of genetic codes are as follows: (i) Triplet in nature. (ii) Non-overlapping. (iii) Commaless (iv) Universal (v) Degenerate (vi) Non-ambiguous (vii) Deciphering of Genetic Code. Q3. What are the initiation Codons?     AUG and GUG are the Initiationtion Codons , among them AUG is more frequently used. Q4. What are anticodons?    Each tRNA has a triplet nucleotide sequence which is complementary to a codon of mRNA , and termed as anticodons.   e.g. Codon.          3'-CUU-5' Anticodon.    5'-GAA-3' Q5. What is Wobble Hypothesis ?    Genetic codes are Degenerate, ...