Asexual Reproduction in Algae

Q.Write a note on different types of asexual spores found in Algae with suitable example and diagrams.

                                              (4+2+2=8)

শৈবাল  অযৌন জনন একক , রেণুর দ্বারা অযৌন জনন সম্পাদন করে আর এই রেণু (spore) গুলো এককোষী অনুকূল পরিবেশে দেহ কোষকে রেণুস্থলীতে বদলে তার ভেতরে বিভিন্ন ধরনের রেণু গুলো তৈরী হয় :-

(1)Zoospore/চলরেণু:Chlamydomonas,Ulothrix,Oedogonium,Vaucheria প্রভৃতি শৈবালের  চলরেণু ফ্ল্যাজেলা বিশিষ্ট , কোষপ্রাচীর হীন নগ্ন  প্রকৃতির হয়। 

Chlamydomonas এর  zoospore দুই ফ্ল্যাজেলাযুক্ত,  অগ্রদেশীয় ও হুইপলাস ধরনের । Ulothrix এর চলরেণুর অগ্রভাগে 2/4টি ফ্ল্যাজেলা দেখা যায়

 Oedogonium এর চলরেণুর অগ্রভাগে বলয়াকারে অনেকগুলো স্টেফানোকন্ট ফ্ল্যাজেলা সাজানো থাকে।

  Ectocarpous ও অনেক বাদামি শৈবালের চলরেণুর পার্শদেশ থেকে একটি হুইপলাশ ও একটি টিনসেল ফ্ল্যাজেলা থাকে

   চলরেণু সাধারনত এক নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তবে Voucheria তে বহুনিউক্লিয়াস বিশিষ্ট হয়

  এরা উত্পত্তি অনুসারে zoomitospore বা zoomeiospore ধরনের হয় ও রেণুস্থলী থেকে বের হয়ে অল্প সময় সাঁতার কেটে ফ্ল্যাজেলা ত্যাগ করে অঙ্কুরিত হয়ে নতুন থ্যালাস তৈরী করে

 (2)Aplanospore/নিশ্চলরেণু -অনেক সময় Chlamydomonas এ প্রতিটি রেণুস্হলীতে প্রাচীর ঘেরা ফ্ল্যাজেলাহীন অ্যাপ্লানোরেণু তৈরী হয়Vaucheria এর অ্যাপ্লানোরেণু স্থূল ও দৃঢ় প্রাচীর যুক্ত ও জমা খাদ্য বিশিষ্ট হয়এই রেণু গুলিকে হিপ্নোরেণু Scenedesmus এর অ্যাপ্লানোরেণু দেখতে মাতৃ উদ্ভিদের দেহ কোষের ন্যায় হয় ও autospore নামে পরিচিত

Polysiphonia ও অন্যান্য লোহিত শৈবালের কার্পোস্পোরোফাইটে কার্পোরেণু নামক ডিপ্লয়েড রেণু তৈরী হয় ,যেগুলো মুক্ত হবার পর অঙ্কুরিত হয়ে স্বাধীন টেট্রাস্পোরোফাইট তৈরী করেএর পরে

 টেট্রাস্পোরোফাইটের টেট্রাস্পোরাঞ্জিয়ামে মিয়োসিস এর পরে  tetraspore নামক অ্যাপ্লানোরেণু তৈরী হয়

(3) Dermocarpa নামক এককোষী শৈবালের প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে অনেক গুলো পাতলা প্রাচীর যুক্ত অচল এন্ডোস্পোর তৈরী করে।

(4) Chamaesiphon  নামক শৈবালে পর্যায়ক্রমিকভাবে প্রোটোপ্লাস্ট থেকে অচল এক্সোস্পোর তৈরী হয়।

 

উপযুক্ত ও অনুকূল পরিবেশে এই অযৌন রেণু গুলো অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল থ্যালাসে পরিনত হয়

 

 

 

 

Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Detection of unknown sugar sample solution