বোটানি মাইনর

  Q.1. Write a note on Fungal classification based on Ainsworth,1973 : (upto Sub-division with diagnostic characteristics and examples).
                Classification of Fungi/ছত্রাকের শ্রেণীবিন্যাস
বিজ্ঞানী আইনসওয়ার্থ, ১৯৭৩ সালে যে শ্রেণীবিন্যাস করেন তা আলোচিত হল:-  
      Kingdom:- Mycota : তিনি  সকল ছত্রাক গুলোকে এই রাজ্যের অন্তর্ভুক্ত করেন।এদের দুটি ডিভিসনে ও পরে সাব-ডিভিসনে ভাগ করেন এবং সাব-ডিভিসনক গুলোকে   শ্রেণিতে (classes) বিভক্ত করেন।
বৈশিষ্ট্য:
(১) দেহ ক্লোরোফিল বিহীন।
(২) পরজীবী বা মৃতজীবী।
(৩) আদর্শ নিউক্লিয়াস যুক্ত।
(৪) ঊমাইসেটিস ছাড়া সকল ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত।
(৫) গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য বস্তু।
(৬) জনন অঙ্গজ, অযৌন বা যৌন প্রকৃতির।
Division Myxomycota:
(১) অঙ্গজ দেহ প্লাজমোডিয়াম বা প্লাজমোডিয়াম সদৃশ।
  এই ডিভিসন সরাসরি ৪ টি শ্রেণিতে বিভক্ত হয়েছে।
উদাহরণ Dictyostelium, Sparina, Stimonetes, Plasmodiophora, ইত্যাদি।

Division Eumycota:
(১) থ্যালাস ইউক্যারিওটিক।
(২) ঈস্টের দেহ এককোষী, অন্য সদস্যদের সূত্রাকার হাইফা।
(৩) কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত।
(৪) নিঃশ্চল বা সচল মাইটোরেণু দিয়ে অযৌন জনন হয়।
জীবন চক্র প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি ও মিওসিস বিশিষ্ট।
   এই Division টি ৫ টি Sub-division এ বিভেদিত ।

Sub division Mastigomycotina:
(১) দেহ এককোষী বা  বহুকোষী ও সিনোসাইটিক।
(২) জীবনচক্রে সচল চলরেণু/zoospore আছে।
(৩) উস্পোর দিয়ে যৌন জনন করে।
এইটি আবার ৪টি class এ বিভক্ত।
উদাহরণ: Synchytrium, Hypochitridium, Plasmodiophora, Phytophthora ইত্যাদি।
Sub division Zygomycotina:
(১) জীবন চক্রে জুস্পোর অনুপস্থিত।
(২) অযৌন রেণু: স্পোরাঞ্জিওরেণু।
(৩) যৌন রেণু: জাইগোস্পোর।
উদাহরণ: Mucor, Rhizopus , ইত্যাদি।
Sub division Ascomycotina:
(১) জীবন চক্রে জুস্পোর অনুপস্থিত।
(২) যৌন রেণু সর্বদাই অন্তর্জনিষ্ণু আসকোরেণু।
(৩) মাইসেলিয়াম প্রাচীর যুক্ত, প্রাচীরে সাধারণ একটি ছিদ্র আছে।
উদাহরণ: Saccharomyces, Penicillium, ইত্যাদি।
Sub-division Basidiomycotina:
(১) সচল রেণু বা জুস্পোর অনুপস্থিত।
(২) জাইগোস্পোর অনুপস্থিত।
(৩) যৌন জননে জাইগোট থেকে ব্যাসিডিওরেণু তৈরি করে।
উদাহরণ: Agaricus,Polyporous, ইত্যাদি।
Sub-division Deuteromycotina :
(১) সচল রেণু অনুপস্থিত।
(২) পারফেক্ট দশা বা যৌন দশা অনুপস্থিত।
উদাহরণ Fusarium
Q.2. Write a brief note on "Nutrition of Fungi".
     ছত্রাক দেহে ক্লোরোফিল না থাকায় তারা অন্য উৎস থেকে পু্ষ্টির জন্য খাদ্য শোষণ করে।এদের পুষ্টি পদ্ধতি গুলো নিচে বর্ণিত হলো:- 
1. Saprophytic nutrition: 
   কিছু ছত্রাক মৃত বা পচনশীল উদ্ভিদ ও প্রাণী বা জৈববস্তু থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে। এরা মৃতজীবী, এদের পুষ্টি পদ্ধতি মৃতজীবীয় ।
1.a. Obligate Saprophytic nutrition: যে সকল মৃতজীবী ছত্রাক সবসময় পচনশীল বস্তু থেকেই পুষ্টিদ্রব্য সংগ্রহ করে ও কখনও পরজীবীত্ব অনুশীলন করে না তখন তাদেরকে বলে obligate saprophytic fungi ও এদের পুষ্টি পদ্ধতিকে বলে "obligate saprophytic nutrition ". উদাহরণ: Mucor,  Rhizopus, Agaricus,Yeast, Ascobolus sp ইত্যাদি।
   1.a.1. যদি এই ছত্রাক গুলো গোবর বা বিষ্ঠার উপর জন্মে পুষ্টি দ্রব্য সংগ্রহ করে তখন তাদেরকে Coprophilious এবং তাদের এই পুষ্টি পদ্ধতিকে Coprophilial nutrition বলে।
       উদাহরণ: Ascobolus sp.
   1.a.2.  Coprophilial nutrition ব্যাতিত অন্য প্রকারের obligate saprophytic nutrition সাধারণ প্রকৃতির হয়।

1.b. Facultative Saprophytic nutrition: কিছু কিছু ছত্রাক তাদের জীবনচক্রের অধিকাংশ সময় পরজীবী রূপে আচরণ করে, কিন্তু জীবনচক্রের অবশিষ্টাংশ মৃতজীবী রূপে কাটিয়ে দেয়, তখন তাদের পুষ্টিকে বলে Facultative  Saprophytic Nutrition ( ঐচ্ছিক মৃতজীবীয় পুষ্টি ) ।
     উদাহরণ: Phytophthora sp.।
2. Symbiotic Nutrition:
       কিছু কিছু ছত্রাক মিথোজীবীত্ব প্রদর্শন করে এবং এদের পুষ্টি পদ্ধতি symbiotic nutrition নামে আখ্যায়িত হয়। এরা সহাবস্থানকারী সঙ্গীকে তেমন বাঁচতে সাহায্য করে,ঠিক তেমনি ঐ‌ সঙ্গীর কাছ থেকে কিছু গ্রহণ করে নিজেও বাঁচে। এই ক্ষেত্রে দুই ধরনের মিথোজীবীত্ব দেখা যায়:-
2.a.Lichen: লাইকেনের দেহের algae সদস্যকে phycobiont আর fungi সদস্যকে বলে mycobiont  । সহাবস্থান কালে এই mycobiont শৈবালকে জল ও খনিজ পদার্থ জোগান দেয় ও তার বিনিময়ে phycobiont সংশ্লেষিত খাদ্য গ্রহণ করে।
   কয়েকটি mycobiont এর উদাহরণ হল:- Dictyonema sp., Omphalina sp., Blarneya hibernica , ইত্যাদি।
2.b. Mycorrhiza:- উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলের সাথে কিছু কিছু ছত্রাক সহাবস্থান করে মিথোজীবীত্ব প্রদর্শন করে।এই সময় ছত্রাকটি উচ্চ উদ্ভিদকে  জল ও খনিজ সম্পদ জোগান দিয়ে বৃদ্ধি ও‌ পরিস্ফুটনে সাহায্য করে ও বিনিময়ে আশ্রয় দাতা উদ্ভিদ থেকে শর্করা দ্রব্য গ্রহণ করে।



   











Comments

Popular posts from this blog

Detection of unknown sugar sample solution

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

CORDAITES