Posts

Showing posts from October, 2022

একটি অজ্ঞাত শর্করা দ্রবণের সনাক্তকরণ(গ্লুকোজ)

Image
একটি অজ্ঞাত শর্করা দ্রবণের সনাক্তকরণ:- শর্করা বিজারণধর্মী (reducing )বা অবিজারণধর্মী (non reducing) হয়। সনাক্তকরণের জন্য সাধারণ পরীক্ষা ও নিশ্চয়ক পরীক্ষা করতে হয়। সাধারণ পরীক্ষা:- পরীক্ষা  নিরিক্ষণ সিদ্ধান্ত  Fehling's Test 2 ml (1:1) অনুপাতের ফেলিঙ A ও ফেলিঙ B দ্রবণের মিশ্রণে 1 ml টেস্ট দ্রবণ যোগ করে জলগাত্রে 5 মিনিট সময় ফুটানো হয়। মিশ্রণে প্রথমে হলুদ হয় , অবশেষে ইষ্টক লাল অধঃক্ষেপ তৈরী হয়।      তাপ পেয়ে নীল ক্ষারীয় কিউপ্রিক হাইড্রোক্সাইড লাল রঙের কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, যা প্রমাণ করে যে টেস্ট দ্রবণ বিজারণধর্মী। Benedict 's Test 2 ml বেনেডিক্ট বিকারক ও 1 ml টেস্ট দ্রবণের মিশ্রণকে 5 মিনিট ফুটানো হয়। মিশ্রণে লাল অধঃক্ষেপ তৈরী হয়। বিকারকের কপার আয়ন শর্করার মুক্ত অ্যলডিহাইড বা কিটো বর্গকে প্রথমে অ্যাসিডে পরিণত করে, পরে কিউপ্রিক আয়ন বিজারিত হয়ে লাল রঙের কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, যা প্রমাণ করে যে টেস্ট দ্রবণ বিজারণধর্মী।  Barfoed's Test  1mlটেস্ট দ্রবণ ও 2 ml বারফয়েড মিশ্রণকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে  ঠান্ডা করা ...

একটি অজ্ঞাত ছত্রাকের সনাক্তকরণ:-

Image
একটি অজ্ঞাত ছত্রাকের সনাক্তকরণ বহিরাকৃতি:- থ্যালাস দেহ নীলাভ তুলার মতো মাইসেলিয়াম নিয়ে গঠিত। অঙ্গজ গঠন :-  (১) মাইসেলিয়ামের হাইফা শাখা-প্রশাখা বিশিষ্ট। (২) হাইফা তে প্রস্থপ্রাচীর আছে। (৩) হাইফা মনোক্যারিওটিক। জনন অঙ্গ:- (১) কিছু কিছু হাইফি ঋজু ,বায়ব ও দ্ব্যগ্র শাখাযুক্ত  বা শাখাহীন হয়। এদের কনিডিওফোর বলে । শাখাযুক্ত কনিডিওফোর:- (২)  প্রাথমিক শাখা দুটিকে রেমাস বলে । (৩)  রেমাসের মাথায় গৌণ শাখা , মেটুলি থাকে । (৪) মেটুলির মাথা একাধিক বোতলাকৃতি কোষ বা প্রগৌণ স্টেরিগমাটা বহন করে। (৫) প্রতিটি স্টৈরিগমাটার মাথায় অনেক গুলো গোলাকার কনিডিয়া শৃঙ্খলাকারে বিন্যস্ত থাকে। শাখা হীন কনিডিওফোর:- (৬) কিছু প্রজাতিতে স্টেরিগমাটা সরাসরি ভাবে কনিডিওফোরের মাথায় তৈরী হয়। (৭) প্রতি স্টেরিগমাটা কনিডিয়ার শৃঙ্খল বহন করে । উভয় ক্ষেত্রেই কনিডিওফোর থেকে কনিডিয়ার শৃঙ্খল  পর্যন্ত গঠন দেখতে ব্রাশ বা ঝাঁটার মতো হয়। সনাক্তকরণ বৈশিষ্ট্য:- (১) মাইসেলিয়ামের হাইফা ব্যাবধায়ক বিশিষ্ট, মনোক্যারিওটিক ও শাখায়িত। (২) ঋজু কনিডিওফোর ব্রাশ সদৃশ গঠণ পেনিসিলাস  বহন করে । (৩) পেন...

অচেনা একটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ নমুনার স্লাইড তৈরী ও সনাক্তকরণপদ্ধতি

Image
অচেনা একটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ নমুনার স্লাইড তৈরী ও সনাক্তকরণ পদ্ধতি:- (১) একটি পরিস্কার স্লাইডে প্রথমে এক ফোঁটা লেক্টফেনল নাও। (২) এরপর একটি নিডল এর সাহায্যে প্রদত্ত নমুনার কিছু অংশ লেক্টফেনলে ছড়িয়ে দাও। (৩) এইবার এক ফোঁটা কটন ব্লু (১%) দিয়ে বার্ণারে স্লাইডটি অল্প গরম কর। (৪) পরের ধাপে কয়েক ফোঁটা লেক্টফেনল নিয়ে অতিরিক্ত কটন ব্লু ধুয়ে নাও। (৫) এইবার কভার স্লিপ দিয়ে চাপা দাও।      সতর্কতা:- যাতে কোন বুদবুদ না থাকে। (৬) অতিরিক্ত লেক্টফেনল ব্লটিঙ কাগজ দিয়ে মুছে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখ ও খাতায় ছবির এঁকে, বৈশিষ্ট্য লিখে সনাক্ত করা । চিত্র: শাখাপ্রশাখা বিশিষ্ট মাইসেলিয়া সহ রেণুস্থলী ও রেণুস্থলীধর সমূহ। চিত্র:-কটন ব্লু ও লেক্টফেনল রঞ্জিত প্রস্থপ্রাচীর বিহীন হাইফি  (বর্ধিত চিত্র) । অঙ্গজ গঠন:- (১) প্রদত্ত নমুনার বহিরাকৃতি সাদা তুলা সদৃশ মাইসেলিয়া গঠিত সমাঙ্গদেহ। (২) হাইফি গুলি প্রস্থপ্রাচীর বিহীন, নলাকার ও বহু নিউক্লিয়াস বিশিষ্ট,মানে সিনোসাইটিক। (৩) হাইফি  অনেক শাখাপ্রশাখায় বিভেদিত । জননাঙ্গ:- জননাঙ্গের প্রকারভেদ আছে:- ১ম প্রকার:- (১) সাধারণ হাইফির ...