একটি অজ্ঞাত ছত্রাকের সনাক্তকরণ:-

একটি অজ্ঞাত ছত্রাকের সনাক্তকরণ


বহিরাকৃতি:- থ্যালাস দেহ নীলাভ তুলার মতো মাইসেলিয়াম নিয়ে গঠিত।

অঙ্গজ গঠন :- 

(১) মাইসেলিয়ামের হাইফা শাখা-প্রশাখা বিশিষ্ট।

(২) হাইফা তে প্রস্থপ্রাচীর আছে।

(৩) হাইফা মনোক্যারিওটিক।


জনন অঙ্গ:-

(১) কিছু কিছু হাইফি ঋজু ,বায়ব ও দ্ব্যগ্র শাখাযুক্ত  বা শাখাহীন হয়। এদের কনিডিওফোর বলে ।

শাখাযুক্ত কনিডিওফোর:-

(২)  প্রাথমিক শাখা দুটিকে রেমাস বলে ।

(৩)  রেমাসের মাথায় গৌণ শাখা , মেটুলি থাকে ।

(৪) মেটুলির মাথা একাধিক বোতলাকৃতি কোষ বা প্রগৌণ স্টেরিগমাটা বহন করে।

(৫) প্রতিটি স্টৈরিগমাটার মাথায় অনেক গুলো গোলাকার কনিডিয়া শৃঙ্খলাকারে বিন্যস্ত থাকে।

শাখা হীন কনিডিওফোর:-

(৬) কিছু প্রজাতিতে স্টেরিগমাটা সরাসরি ভাবে কনিডিওফোরের মাথায় তৈরী হয়।

(৭) প্রতি স্টেরিগমাটা কনিডিয়ার শৃঙ্খল বহন করে ।


উভয় ক্ষেত্রেই কনিডিওফোর থেকে কনিডিয়ার শৃঙ্খল  পর্যন্ত গঠন দেখতে ব্রাশ বা ঝাঁটার মতো হয়।


সনাক্তকরণ বৈশিষ্ট্য:-

(১) মাইসেলিয়ামের হাইফা ব্যাবধায়ক বিশিষ্ট, মনোক্যারিওটিক ও শাখায়িত।

(২) ঋজু কনিডিওফোর ব্রাশ সদৃশ গঠণ পেনিসিলাস  বহন করে ।

(৩) পেনিসিলাসে বোতল সদৃশ স্টেরিগমাটা আছে।

(৪) স্টেরিগমাটা শৃঙ্খলাকার কনিডিয়া সমূহ বহন করে।


সুতরাং, প্রদত্ত উদ্ভিদ নমুনাটি কনিডিওফোর ও কনিডিয়াসহ Penicillium নামক আসকোমাইসেটিস ছত্রাকের অযৌন জনন দশা প্রদর্শন করে।


Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Plant Biotechnology and Tissue Culture