অচেনা একটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ নমুনার স্লাইড তৈরী ও সনাক্তকরণপদ্ধতি

অচেনা একটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ নমুনার স্লাইড তৈরী ও সনাক্তকরণ


পদ্ধতি:-

(১) একটি পরিস্কার স্লাইডে প্রথমে এক ফোঁটা লেক্টফেনল নাও।

(২) এরপর একটি নিডল এর সাহায্যে প্রদত্ত নমুনার কিছু অংশ লেক্টফেনলে ছড়িয়ে দাও।

(৩) এইবার এক ফোঁটা কটন ব্লু (১%) দিয়ে বার্ণারে স্লাইডটি অল্প গরম কর।

(৪) পরের ধাপে কয়েক ফোঁটা লেক্টফেনল নিয়ে অতিরিক্ত কটন ব্লু ধুয়ে নাও।

(৫) এইবার কভার স্লিপ দিয়ে চাপা দাও।      সতর্কতা:- যাতে কোন বুদবুদ না থাকে।

(৬) অতিরিক্ত লেক্টফেনল ব্লটিঙ কাগজ দিয়ে মুছে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখ ও খাতায় ছবির এঁকে, বৈশিষ্ট্য লিখে সনাক্ত করা ।

চিত্র: শাখাপ্রশাখা বিশিষ্ট মাইসেলিয়া সহ রেণুস্থলী ও রেণুস্থলীধর সমূহ।

চিত্র:-কটন ব্লু ও লেক্টফেনল রঞ্জিত প্রস্থপ্রাচীর বিহীন হাইফি  (বর্ধিত চিত্র) ।


অঙ্গজ গঠন:-

(১) প্রদত্ত নমুনার বহিরাকৃতি সাদা তুলা সদৃশ মাইসেলিয়া গঠিত সমাঙ্গদেহ।

(২) হাইফি গুলি প্রস্থপ্রাচীর বিহীন, নলাকার ও বহু নিউক্লিয়াস বিশিষ্ট,মানে সিনোসাইটিক।

(৩) হাইফি  অনেক শাখাপ্রশাখায় বিভেদিত ।


জননাঙ্গ:-

জননাঙ্গের প্রকারভেদ আছে:-

১ম প্রকার:-

(১) সাধারণ হাইফির এক এক স্থান থেকে একটি করে ঋজু বায়বীয় শাখাহীন সিনোসাইটিক  হাইফি তৈরী হয়।

(২) পরিনত বায়বীয় এই হাইফির মাথা স্ফীত ও গোলাকার, এই স্ফীত গঠনের ভেতরে অগুনতি স্পোরান্জিওরেণু আছে।

(৩) গোলাকার এই গঠনকে রেণুস্থলী , আর ধারক ঋজু বায়বীয় শাখাহীন গঠনকে রেণুস্থলীধর বলে।

(৪) প্রতি রেণুস্থলীর ভেতরে অনেক গুলো রেণু দেখা যায় , যে গুলো ফ্লাজেলাবিহীন।

(৫) এছাড়াও রেণুস্থলীর ভেতরে গম্বুজাকার গঠণ, মানে কলুমেলা থাকে।


২য় প্রকার:-

চিত্র:- সাস্পেন্সর সহ একটি জাইগোরেণু ।

(১) দুইটি সিনোসাইটিক হাইফি থেকে পার্শ্বীয় দিকে তৈরী বিপরীতমুখী গদাসদৃশ গঠন মিলিত হয়ে একটি গোলাকার, কাঁটা বিশিষ্ট গঠণ তৈরি করে।

(২) গদার মতো গঠনকে সাস্পেন্সর  বলে ।

(৩) কালো, অমসৃণ ও কাঁটা বিশিষ্ট গঠণটি বলা হয় জাইগোস্পোর।


সনাক্তকরণ বৈশিষ্ট্য:-

  (১) উদ্ভিদ দেহ সমাঙ্গদেহী ও ক্লোরোফিল বিহীন।

           সুতরাং, নমুনাটি একটি ছত্রাক ।

(২) মাইসেলিয়া শাখাযুক্ত , হাইফা ব্যাবধায়কহীন, সিনোসাইটিক, রেণুস্থলী ও জাইগোস্পোর আছে।

(৩) রেণুস্থলীধর ঋজু, অশাখ ,প্রতি রেণুস্থলীধর এর অগ্রভাগে কলুমেলা বিশিষ্ট গোলাকার একটি রেণুস্থলী আছে।

(৪) মাইসেলিয়ার এক স্থান থেকে একটি করে রেণুস্থলীধর তৈরি হয়।

           সুতরাং, প্রদত্ত নমুনাটি ফাইকোমাইসেটিস / জাইগোমাইসেটিস এর অন্তর্গত মিউকোরেসি গোত্রের Mucor গনের একটি ছত্রাক।

     যখন নমুনাটিতে কেবলমাত্র :-

(১) রেণুস্থলীধর ও রেণুস্থলী থাকে তখন সেইটি Mucor এর অযৌন দশা প্রদর্শন করে।

      যখন নমুনাটিতে কেবলমাত্র :-

(২) সাস্পেন্সর সহ কাঁটা বিশিষ্ট কালো গোলাকার জাইগোস্পোর থাকে তাহলে সেইটি Mucor এর যৌন দশা প্রদর্শন করে।


       






Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Plant Biotechnology and Tissue Culture