অচেনা একটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ নমুনার স্লাইড তৈরী ও সনাক্তকরণপদ্ধতি

অচেনা একটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ নমুনার স্লাইড তৈরী ও সনাক্তকরণ


পদ্ধতি:-

(১) একটি পরিস্কার স্লাইডে প্রথমে এক ফোঁটা লেক্টফেনল নাও।

(২) এরপর একটি নিডল এর সাহায্যে প্রদত্ত নমুনার কিছু অংশ লেক্টফেনলে ছড়িয়ে দাও।

(৩) এইবার এক ফোঁটা কটন ব্লু (১%) দিয়ে বার্ণারে স্লাইডটি অল্প গরম কর।

(৪) পরের ধাপে কয়েক ফোঁটা লেক্টফেনল নিয়ে অতিরিক্ত কটন ব্লু ধুয়ে নাও।

(৫) এইবার কভার স্লিপ দিয়ে চাপা দাও।      সতর্কতা:- যাতে কোন বুদবুদ না থাকে।

(৬) অতিরিক্ত লেক্টফেনল ব্লটিঙ কাগজ দিয়ে মুছে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখ ও খাতায় ছবির এঁকে, বৈশিষ্ট্য লিখে সনাক্ত করা ।

চিত্র: শাখাপ্রশাখা বিশিষ্ট মাইসেলিয়া সহ রেণুস্থলী ও রেণুস্থলীধর সমূহ।

চিত্র:-কটন ব্লু ও লেক্টফেনল রঞ্জিত প্রস্থপ্রাচীর বিহীন হাইফি  (বর্ধিত চিত্র) ।


অঙ্গজ গঠন:-

(১) প্রদত্ত নমুনার বহিরাকৃতি সাদা তুলা সদৃশ মাইসেলিয়া গঠিত সমাঙ্গদেহ।

(২) হাইফি গুলি প্রস্থপ্রাচীর বিহীন, নলাকার ও বহু নিউক্লিয়াস বিশিষ্ট,মানে সিনোসাইটিক।

(৩) হাইফি  অনেক শাখাপ্রশাখায় বিভেদিত ।


জননাঙ্গ:-

জননাঙ্গের প্রকারভেদ আছে:-

১ম প্রকার:-

(১) সাধারণ হাইফির এক এক স্থান থেকে একটি করে ঋজু বায়বীয় শাখাহীন সিনোসাইটিক  হাইফি তৈরী হয়।

(২) পরিনত বায়বীয় এই হাইফির মাথা স্ফীত ও গোলাকার, এই স্ফীত গঠনের ভেতরে অগুনতি স্পোরান্জিওরেণু আছে।

(৩) গোলাকার এই গঠনকে রেণুস্থলী , আর ধারক ঋজু বায়বীয় শাখাহীন গঠনকে রেণুস্থলীধর বলে।

(৪) প্রতি রেণুস্থলীর ভেতরে অনেক গুলো রেণু দেখা যায় , যে গুলো ফ্লাজেলাবিহীন।

(৫) এছাড়াও রেণুস্থলীর ভেতরে গম্বুজাকার গঠণ, মানে কলুমেলা থাকে।


২য় প্রকার:-

চিত্র:- সাস্পেন্সর সহ একটি জাইগোরেণু ।

(১) দুইটি সিনোসাইটিক হাইফি থেকে পার্শ্বীয় দিকে তৈরী বিপরীতমুখী গদাসদৃশ গঠন মিলিত হয়ে একটি গোলাকার, কাঁটা বিশিষ্ট গঠণ তৈরি করে।

(২) গদার মতো গঠনকে সাস্পেন্সর  বলে ।

(৩) কালো, অমসৃণ ও কাঁটা বিশিষ্ট গঠণটি বলা হয় জাইগোস্পোর।


সনাক্তকরণ বৈশিষ্ট্য:-

  (১) উদ্ভিদ দেহ সমাঙ্গদেহী ও ক্লোরোফিল বিহীন।

           সুতরাং, নমুনাটি একটি ছত্রাক ।

(২) মাইসেলিয়া শাখাযুক্ত , হাইফা ব্যাবধায়কহীন, সিনোসাইটিক, রেণুস্থলী ও জাইগোস্পোর আছে।

(৩) রেণুস্থলীধর ঋজু, অশাখ ,প্রতি রেণুস্থলীধর এর অগ্রভাগে কলুমেলা বিশিষ্ট গোলাকার একটি রেণুস্থলী আছে।

(৪) মাইসেলিয়ার এক স্থান থেকে একটি করে রেণুস্থলীধর তৈরি হয়।

           সুতরাং, প্রদত্ত নমুনাটি ফাইকোমাইসেটিস / জাইগোমাইসেটিস এর অন্তর্গত মিউকোরেসি গোত্রের Mucor গনের একটি ছত্রাক।

     যখন নমুনাটিতে কেবলমাত্র :-

(১) রেণুস্থলীধর ও রেণুস্থলী থাকে তখন সেইটি Mucor এর অযৌন দশা প্রদর্শন করে।

      যখন নমুনাটিতে কেবলমাত্র :-

(২) সাস্পেন্সর সহ কাঁটা বিশিষ্ট কালো গোলাকার জাইগোস্পোর থাকে তাহলে সেইটি Mucor এর যৌন দশা প্রদর্শন করে।


       






Comments

Popular posts from this blog

Plant Biotechnology and Tissue Culture

Mushroom Cultivation

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha