Anatomy of Plants # উদ্ভিদকলা #Plant Tissue
Q.1. Define plant tissue . Definition: একই ভাবে উৎপত্তি লাভ করা একগুচ্ছ সম বা অসম আকার ও আয়তনের উদ্ভিদ কোশ যদি একসাথে কোন কাজ করে , তবে সেই কোশ গুলিকে কলা/tissue বলে l Types: উদ্ভিদকলা মূলত দুই ধরনের হয়: (১) ভাজক কলা/ Meristematic tissue (২)স্হায়ীকলা/ Permanent tissue । Q.2. Define Meristematic tissue and classify them. ভাজক কলা: মূল,কান্ড ও পাতার অগ্রভাগে অবস্থানরত যে কোশগুলি ক্রমাগত মাইটোসিস বিভাজন সম্পাদন করে তাদের ভাজককলা /Meristematic tissue বলে। ভাজককলার প্রকারভেদ : (১) পরিস্ফুটনের দশা অনুযায়ী/On the basis of stages of development: (ক) মাস ভাজক কলা/Mass meristem (খ) আদি ভাজক কলা/ Promeristem or Primordial meristem (২) উৎপত্তি অনুযায়ী/On the basis of Origin: (ক) প্রাথমিক ভাজক কলা/ Primary meristem (খ) গৌণ ভাজক কলা/ Secondary meristem (৩) অবস্থান অনুযায়ী / On the...