Anatomy of Plants # উদ্ভিদকলা #Plant Tissue

  Q.1. Define plant tissue .

 Definition:  একই ভাবে উৎপত্তি লাভ করা একগুচ্ছ সম বা অসম আকার ও আয়তনের উদ্ভিদ কোশ যদি একসাথে কোন কাজ করে ,  তবে সেই কোশ গুলিকে কলা/tissue বলে l
  Types: উদ্ভিদকলা মূলত দুই ধরনের হয়:
(১) ভাজক কলা/ Meristematic tissue
(২)স্হায়ীকলা/ Permanent tissue    ।

Q.2. Define Meristematic tissue and classify them.

                ভাজক কলা: মূল,কান্ড ও পাতার অগ্রভাগে অবস্থানরত যে কোশগুলি ক্রমাগত মাইটোসিস বিভাজন সম্পাদন করে তাদের ভাজককলা  /Meristematic tissue বলে।
    ভাজককলার প্রকারভেদ :
     (১) পরিস্ফুটনের দশা অনুযায়ী/On the basis of stages of development:
 (ক) মাস ভাজক কলা/Mass meristem
 (খ) আদি ভাজক কলা/ Promeristem or Primordial meristem 
     (২) উৎপত্তি অনুযায়ী/On the basis of Origin:
 (ক) প্রাথমিক ভাজক কলা/ Primary meristem
 (খ) গৌণ ভাজক কলা/ Secondary meristem 
     (৩) অবস্থান অনুযায়ী / On the basis of position
(ক) অগ্রস্থ ভাজক কলা/ Apical meristem
(খ) নিবেশিত ভাজক কলা/ Intercalary meristem
(গ) পার্শ্বস্থ ভাজক কলা/Lateral meristem
      (৪) কাজ অনুযায়ী/On the basis of function
  (ক) প্রোটোডার্ম/ Protoderm
  (খ) প্রোক্যামবিয়াম/Procambium
  (গ)গ্রাউন্ড মেরিস্টেম/ Ground meristem
      (৫)কোশ বিভাজনের তল অনুযায়ী/On the basis of planes of cell division
   (ক) মাস/পুঞ্জীভূত ভাজক কলা/ Mass meristem
   (খ) পাত ভাজক কলা/Plate meristem
   (গ) পর্শুকা ভাজক কলা /Rib meristem
   


Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Plant Biotechnology and Tissue Culture