Gene Interaction
What is Gene Interaction ?
সাধারণত , একটি জিন একটিই চরিত্র কে নিয়ন্ত্রন করে । এর ব্যতিক্রম আছে, যেমন : জিনের আন্তঃ ক্রিয়ার ফলে চারিত্রিক গুণাবলীর যোগ,বিয়োগ বা পরিবর্তন ঘটে । কদাচিৎ , একটি জিন অপর জিনের ক্রিয়ায় বাধা হয় বা বিপরীত বৈশিষ্ট্য প্রদর্শন করে ।এই ঘটনা গুলি Bateson সর্ব প্রথম অনুশীলন করেন , তাই ঘটনা গুলিকে Factor Hypothesis বা Bateson's Factor Hypothesis বলে ।
এই Hypothesis অনুসারে Gene Interaction দুই প্রকারের হয় :
(I) Interallelic / Intrageneric Gene Interaction
এটা ২ প্রকারের হয়:
(১) Incomplete Dominance
(২)Codominance .
(II) Non -allellic / Intergeneric Gene Interaction .
এটা ৩ প্রকারের হয়:
(১) Complementary Gene Interaction (9:7)
(২) Supplementary Gene Interaction (9:3:4)
(৩)Epistasis /Inhibiting genes .
Epistasis আবার ৫ প্রকারের হয়:
(ক) Dominant Epistasis (12:3:1)
(খ) Reccesive Epistasis (9:3:4)
(গ) Duplicate Genes(15:1)
(ঘ)Collaborator Genes
(ঙ)Pleotropic Genes
Comments
Post a Comment