করবী নয় কলকে ফুল


করবী নয় কলকে / Thevetia not Nerium

উদ্ভিদ: বহুবর্ষজীবী সাদা তরুক্ষীর বিশিষ্ট একটি বড় গুল্ম, কান্ড বেলনাকার , শাখাযুক্ত , মসৃন ও সবুজ রঙের । Plant: A large shrub with milky latex, stem cylindrical, solid,smooth, branched, green & woody.
পাতা: সবৃন্তক, বৃন্ত খর্বাকার, অনুপপত্রী, সর্পিলাকার , পত্র ফলক ভল্লাকার , ফলক প্রান্ত অখড, শীর্ষ সূক্ষাগ্র,মসৃণ, একশিরাল জালিকাকার শিরিবিন্যাস। Leaves: Simple, petiolate, petiole short, exstipulate, lanceolate, acute, entite, smooth/glabrous,
unicostate reticulate venation.
পুষ্পবিন্যাস: দ্বিপার্শীয় সাইম Inflorescence : Biparous cyme .
পুষ্প/Flower: সবৃন্তক, সম্পুর্ন,সমাঙ্গ,মঞ্জরীপত্র বিশিষ্ট, উভলিঙ্গ, একটিনোমরফিক ,পেন্টামেরাস, গর্ভপাদ, ফানেল -সদৃশ, হলুদ  । Pedicilate, complete, regular,  bractate, bisexual, actinomorphic, pentamerous, hypogynous ,funel-shaped/ infundibuliform, yellow .
বৃতি/Calyx: সেপাল ৫ টি, পলিসিপেলাস, স্থায়ী, সবুজ,কুইনকানসীয়াল।Sepals 5 , persistent, polysepalous, green,quincuncial.
দলমন্ডল/Corolla: পেটাল ৫ টি, গেমোপিটেলাস, ইনফান্ডিবুলিফর্ম , দলনলের মুখে রোমশ করোনা বা মুকুট আছে , টুইস্টেড ।Petals 5 , gamosepalous,infundibuliform, persistent; corolla throat is with hairy corona,twisted .
এনড্রোসিয়াম/Androecium: স্টেমেন ৫ টি , দলের সাথে পর্যায়ক্রমিক;  এপিপিটৈলাস, ফিলামেন্ট খর্বাকৃতির , দলনলের ভেতর গর্ভদন্ডকে ঘিরে‌ অবস্থান করে, অন্তর্মুখী, এনথার স্যাজিটেট প্রকৃতির হয়।Stamens 5, alternipetalous, epipetalous, inserted into the corolla tube surrounding the style, introrse, anther saggitate.

স্ত্রীস্তবক/ Gynoecium: গর
গর্ভপত্র ২টি, সিনকারপাস, নিম্নভাগে মুক্ত, তবে গর্ভদন্ড ও গর্ভমুন্ড স্থানে যুক্ত, অধিগর্ভ, এক প্রকোষ্ঠী,  অমরাবিন্যাস অক্ষীয় গর্ভাশয় কে ঘিরে ডিস্ক আছে ; স্টাইল সরল, লম্বা; স্টিগমা ছত্রাকৃতি ।
Carpels 2, syncarpous, ovary superior, free at ovary but connate at style& stigma, unilocular , placentation axile, a fleshy disc is present surrounding the ovary; style long & simle;stigma thickened, umbrella shaped & hairy below.
 ফল /Fruit: ড্রুপ/ Frupe.


গোত্রের সনাক্তকরণ বৈশিষ্ট্য/Diagnostic characters of the family:
(1)Ptesence of milky latex.
(2) Leaves simple and exstipulate.
(3) Infloresences cymose.
(4) Flowers bisexual, hypogynous and actinomorphic.
(5)Corolla funnel-shaed , corona at corolla tube mouth.
(6)Stamens 5, epipetalous, anther saggitate.
(7)Carpels 2, free at ovary but connate at style & stigma , stigma umbrella/drum shaped.
(১) সাদা‌ তরুক্ষীর বিশিষ্ট।
(২) পত্র সরল ও অনুপপত্রী।
(৩) পুষ্প বইন্যআস সাইমোজ।
(৪) পুষ্প উভলিঙ্গ, অধিগর্ভ, বহুপ্রতিসম।
(৫) দলমন্ডল ফানেল সদৃশ,দলনলের মুখে করোনা আছে।
(৬) পুংকেশর ৫, দললগ্ন, এনথার তীর সদৃশ।
(৭) দ্বিগর্ভপত্রী, গর্ভদন্ড ও গর্ভমুন্ড মুক্ত, গর্ভমুন্ড ছত্রাকার।

Genus identification/গণের সনাক্তকরণ বৈশিষ্ট্য:
(1) Corolla lobe overlapping to the left in  , but overlapping to the right in Nerium.
(2) Fruit drupe in Thevetia , but follicle in Nerium. 
(১) দলাংশ ডান দিকে একে অপরকে ওভারলেপ করে।
(২) ফল: ফলিকল।

Comments

Popular posts from this blog

Detection of unknown sugar sample solution

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

CORDAITES