রুবিয়েসি গোত্র ও রঙ্গনের বর্ণনা

আবাস: স্থলজ।
প্রকৃতি: বহুবর্ষজীবী গুল্ম, বিশেষ গন্ধহীন।
কান্ড: কাষ্ঠল, বেলনাকার , শাখান্বিত,পর্বে স্ফীত, নিরেট, মসৃণ, সবুজ।
পত্র: কান্ডজ,একক,সবৃন্তক,অভিমুখ তির্যকপন্ন, সোপপত্রী----বৃন্তমধ্যক, উপবৃত্তাকার, কিনারা অখন্ড,শীর্ষ স্থুলাগ্র, মসৃণ, একশিরাল জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। চিত্র:  একক পত্র
চিত্র: পত্রবিন্যাস--অভিমুখ তির্যকপন্ন
চিত্র: বৃন্তমধ্যক উপপত্র
চিত্র: সাইমোজ করিম্ব
পুনর্বিন্যাস: মিশ্র নিয়ত করিম্ব, দ্বিপার্শীয় সাইম।
চিত্র: একটি পুষ্প
চিত্র: বৃতি
চিত্র: দলমন্ডল
চিত্র: স্টেমেন ও স্টিগমাচিত্র : টেট্রামেরাস পুষ্পচিত্র: রঙ্গনাকার/salver-shaped পুষ্প
চিত্র: বহুপ্রতিসম পুষ্প
পুষ্প : সবৃন্তক,মঞ্জরীপত্রযুক্ত , সম্পূর্ণ, সমাঙ্গ, উভলিঙ্গ, বহুপ্রতিসম, টেট্রামেরাস, রঙ্গনাকার , গর্ভশীর্ষ
বৃতি: সেপাল ৪টি, গেমোসিপালাস, স্থায়ী, ক্ষয়িষ্ণু, ভেলভেট ।
দলমন্ডল: পেটাল ৪টি, গেমোপিটলাস, টুইস্টেড, হাইপোক্রেটারিফর্ম।
অ্যন্ড্রোসিয়াম: স্টেমেন ৪টি,এপিপিটেলাস--দল নলের মুখে পর্যায়ক্রমে লাগানো; ফিলামেন্ট খর্ব; এনথার স্যাজিটেট (তিরাকৃতি), দ্বিপ্রকোষ্ঠী, পাদলগ্ন।
গাইনোসিয়াম: গর্ভপত্র ২টি, সিনকার্পাস, অধোগর্ভ, দ্বিপ্রকোষ্ঠী, অমরাবিন্যাস অক্ষীয়, প্রতি প্রকোষ্ঠে ডিম্বক ১টি ; গর্ভদন্ড ১টি, সরু, লম্বা; গর্ভমুন্ড দ্বিখন্ডিত।
চিত্র:  স্ত্রীস্তবক
ফল: বেরি।
চিত্র: পুষ্প অনুচিত্র ও পুষ্প ফর্মুলা 
গোত্রের সনাক্তকরণ বৈশিষ্ট্য:
(১)কান্ড পর্বে স্ফীত ।
(২)পত্রবিন্যাস অভিমুখ তির্যকপন্ন ।
(৩)উপপত্র বৃন্তমধ্যক।
(৪)নিয়ত করিম্ব পূষ্পবিন্যাস ।
(৫)পুষ্প মঞ্জরীপত্রযুক্ত, সবৃন্তক, সম্পুর্ন,বহু প্রতিসম, টেট্রামেরাস, এপিগাইনাস।
(৬)দল টুইস্টেড ।
(৭)স্টেমেন দললগ্ন, এনথার দলনলের মুখে পর্যায়ক্রমে লাগানো।
(৮)দ্বিগর্ভপত্রী, সিনকারপাস; গর্ভাশয় দ্বিপ্রকোষ্ঠী, ইনফিরিয়র, অমরাবিন্যাস অক্ষীয় ।
এই বৈশিষ্ট্য গুলো আছে বলেই উদ্ভিদটি Rubiaceae familyএর অন্তর্ভুক্ত ।







Comments

Popular posts from this blog

Detection of unknown sugar sample solution

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

CORDAITES