Leucas aspera and Lamiaceae Family

আবাস: স্থলজ। 
প্রকৃতি : বিশেষ গন্ধযুক্ত একবর্ষজীবী গুল্ম ; কান্ড নিরেট, সবুজ,অমসৃণ, রোমশ, চতুষ্কোণ,শাখাযুক্ত ।
পত্র: পত্র একক,বৃন্ত খর্বাকার,অনুপপত্রী ,অভিমুখ তির্যকপন্ন,রোমশ, সূক্ষাগ্র, শিরাবিন্যাস একশিরাল জালিকাকার ।
পুষ্পবিন্যাস: ভার্টিসিলেস্টার ।
পুষ্প:  মঞ্জরীপত্র ও পত্রিকা বিশিষ্ট, অবৃন্তক, সম্পূর্ণ , অসমাঙ্গ, জাইগোমরফিক, উভলিঙ্গ, ৫ এর গুনিতক, হাইপোগাইনাস ।
বৃতি: সেপাল ৫ , গেমোসিপেলাস, ঘন্টাকার, বাঁকা , অসমান, স্থায়ী, ৮--১০ নার্ভ বিশিষ্ট, সবুজ, রোমশ, ওষ্ঠধরাকৃতি,  ভেলভেট ।
দল: পেটাল ৫টি, অসমান, গেমোপিটেলাস ,বাই লিপড , ওপরের ওষ্ঠ ২টি দল নিয়ে তৈরি , নিচের ওষ্ঠ ৩টি দল নিয়ে তৈরি যার মাঝের টি বড় ও প্রসারিত; ইম্রিকেট ।
অ্যন্ড্রোসিয়াম:স্টেমেন ৪ ,ডাইডাইনামাস, দললগ্ন; ফিলামেন্ট অসমান ;এনথার ২কোশী, রেখাকার , বেসিফিক্সড ।
গাইনোসিয়াম: গর্ভপত্র  (২)সিনকারপাস; গর্ভাশয়প্রকোষ্ঠী তবে পরে কৃত্রিম প্রাচীর তৈরী করে ৪ প্রকোষ্ঠী হয় , অধিগর্ভ; অমরাবিন্যাস অক্ষীয় ; গর্ভদন্ড লম্বা-বাঁকা, গর্ভমূলোত্থক(গাইনোবেসিক ); গর্ভমুন্ড দ্বিখন্ডিত ।
ফল:প্রকৃত, সরল,শুষ্ক,বিদারী-----কারসিরিউল

গোত্রের সনাক্তকরণ বৈশিষ্ট্য:
(১) উদ্ভিদ বিশেষ গন্ধযুক্ত ।
(২) পত্রবিন্যাস অভিমুখ তির্যকপন্ন।
(৩) পাতা অনুপপত্রী ।
(৪) পুষ্পবিন্যাস ভার্টিসিলেস্টার।
(৫) পুষ্প অসমাঙ্গ , জাইগোমরফিক ।
(৬) বৃতি ওষ্ঠধরাকৃতি  , স্থায়ী , ভেলভেট ।
(৭) যুক্তদলী, ওষ্ঠধরাকৃতি , ইম্ব্রিকেট ।
(৮)স্টেমেন ডাইডাইনামাস ।
(৯) গর্ভদন্ড / স্টাইল গাইনোবেসিক ; গর্ভাশয় ২ প্রকোষ্ঠী তবে কৃত্রিম প্রাচীর তৈরী করে তখন ৪ প্রকোষ্ঠী হয় ; অমরাবিন্যাস অক্ষীয় ।
(১০) ফল--কারসিরিউল । 
এই বৈশিষ্ট্য গুলো আছে বলেই উদ্ভিদটি Lamiaceae Family এর অন্তর্ভুক্ত ।


Comments

Popular posts from this blog

Detection of unknown sugar sample solution

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

CORDAITES