বিকারক ও রঞ্জক---বোটানি ল্যাবরেটরি

(১) Alcohol: Dehydration করার জন্য agent রূপে alcohol ব্যবহার করা হয়। ছেদকে প্রথমেই ১০০% alcohol এ দিলে দুমরে যাবে , তাই ছেদ গুলোকে পরপর ৩০%,৫০%,৭০%,৮০%,৯০% ও সবশেষে জলহীন alcoholএ ডুবাতে হয়।
(২) Iodine solution:  Carbohydrateএর সাথে বিক্রিয়া করে প্রথমে নীল ও পরে কাল বর্ণ ধারন করে । উপাদান:
আয়োডিন : ১গ্রাম
পটাশিয়াম আয়োডাইড : ২গ্রাম
পাতিত জল : ৩০০ মিলি
(৩) Xylol:ব্যবহার-- ছেদ পরিষ্কারক ।
(৪) Lactophenol: Fungi এর স্লাইড তৈরিতে ব্যবহৃত হয়। উপাদান:
ল্যাকটিক অ্যাসিড: ১০০মিলি
গ্লিসারিন: ১০০মিলি
জল: ১০০মিলি
ফেনল: ১০০গ্রাম
স্লাইড তৈরি: স্লাইডে এক ফোঁটা লেক্টফেনল নিয়ে সুচের সাহায্যে ছত্রাক বা ছত্রাকের ছেদ রেখে এক ফোঁটা কটন ব্লু যোগ করে বার্ণারে অল্প গরম করে কয়েক ফোঁটা লেক্টফেনল নিয়ে অতিরিক্ত বর্ণ ধুয়ে কভার স্লিপ চাপাতে হয় । Blotting paper এ মুছে মোম দিয়ে সীল করতে হয়।
(৫)Cotton blue:Fungi এর রঞ্জক ।
উপাদান:
কটন ব্লু: ১গ্রাম
লেক্টফেনল : ১০০ মিলি
(৬)Eosine: সাইটোপ্লাজম কে লাল রঙের করে।
উপাদান:
ইয়োসিন ১গ্রাম
পাতিত জল : ১০০মিলি
(৭)Hematoxylin: সাইটোপ্লাজম কে কালচে বাদামী রঙের করে।
উপাদান: 
হিমাটক্সিলিন: ১গ্রাম
জলবিহীন alcohol: ৫মিলি
অ্যামোনিয়াম সালফেট সম্পৃক্ত দ্রবণ: ১০০মিলি
গ্লিসারিন:২.৫মিলি
মিথানল: ২.৫মিলি
(৮)Safranin: লিগনিন বিশিষ্ট কলাকে লাল রঙের করে। উপাদান:
স্যাফ্রানিন: ১গ্রাম
৭০%অ্যালকোহল :১০০ মিলি
(৯)Bismark Brown: লিগনিন বিহীন কলাকে হাল্কা বাদামী রঙের করে। উপাদান:
বিসমার্ক ব্রাউন : ২গ্রাম
৭০% অ্যালকোহল: ১০০ মিলি
(১০)Light Green: লিগনিন বিহীন কলাকে হাল্কা সবুজ করে। উপাদান:
লাইট গ্রীণ: ১গ্রাম
৯০% অ্যালকোহল / ক্লোভ অয়েল : ১০০ মিলি
(১১)Canada Balsam স্থায়ী স্লাইড তৈরিতে ব্যবহৃত একটি mounting media । Abes balsamea নামক Gymnospermএর গদ জাতীয় বর্জ পদার্থ । এটি জাইললে দ্রবীভূত হয়।
(১২)Glycerine:    Algae ও Fungi এর অস্থায়ী স্লাইড তৈরিতে ব্যবহৃত হয়। উপাদান:
গ্লিসারিন: ৫০ মিলি
জল: ৫০ মিলি

Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Plant Biotechnology and Tissue Culture