বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University
Algae spotting: Specimen 1: সনাক্তকরণ বৈশিষ্ট্য: (১) অনেক গুলো কোষ সাইটোপ্লাজমের সূত্র দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সিনোবিয়াম তৈরি করেছে। (২) অঙ্গজ কোষ গুলো ন্যাসপাতি আকারের । (৩) প্রতি কোষের অগ্রভাগে দুটি করে ফ্ল্যাজেলা আছে। (৪) সিনোবিয়ামের ভেতরে ছোট ছোট কলোনী আছে। সুতরাং,প্রদত্ত নমুনা Volvox এর অপত্য কলোনী সহ একটি সিনোবিয়াম। Specimen: সনাক্তকরণ: (১) থ্যালাস শাখাহীন,সূত্রাকার ও সারিবদ্ধ সবুজ কোষ দিয়ে গঠিত। (২) ফিলামেন্টের কোষগুলো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি। (৩) কিছু কিছু নিবেশিত কোষে টুপি দেখা যায়। (৪) ফিলামেন্টের কয়েকটি কোষ ফোলা ও গোলাকার। সুতরাং, স্পেসিমেনটি Oedogonium এর উগোনিয়াম সহ একটি ফিলামেন্ট । Specimen: সনাক্তকরণ: (১) এক সারিতে সাজানো কোষ বিশিষ্ট শাখাহীন সূত্রাকার ফিলামেন্ট। (২) কোষগুলির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি। (৩) নিবেশিত গোলাকার স্ফীত ওগোনিয়াম আছে। (৪) ওগোনিয়ামের নীচেই সহায়ক কোষের প্রাচীরে খর্বাকার পু়ং ফিলামেন্ট আবদ্ব আছে। অতএব, এইটি Oedogonium এর খর্বাকার পু়ং ফিলামেন্ট সহ একটি ন্যানান্ড্রাস প্রজাতির ফিলামে...
Comments
Post a Comment