"হর্ষদ মেহতা ও স্ক্যাম 1992"
কম্পিউটারের পর্দায় Web Series - Harsad Mehta :Scam 1992 দেখছিলাম ; ছেলে জানতে চাইল কে এই ব্যাক্তি আর কেন তাকে Big Bull বলা হত ? 1992তে আমি তখন University -তে পড়ি ;তখন একবার দেশে নাড়া পরেছিল ; এত বছর পরে এই web series এর দৌলতে আবার । এবার অবশ্য নতুন প্রজন্ম ইন্টারনেট নাড়িয়ে দিচ্ছে । পুরু নাম হর্ষদ শান্তিলাল মেহতা । জন্ম তারিখ ২৯/০৭/১৯৫৪ , গুজরাটের রাজকোটের পানেলি মোতিতে ।বাবা শান্তিলাল মেহতা আর মা রসিলাবেন মেহতা । বাবার কাপড়ের ব্যবসা ছিল ।পরে এই জৈন পরিবার গুজরাট ছেড়ে মধ্যপ্রদেশের রায়পুরে (বর্তমান ছত্তিশগড়ে) চলে আসে(1)। ১৯৭৬ সালে হর্ষদ বোম্বের Lala Lajpatrai College থেকে B.Com. পাশ করেন (2) । কলেজের পাঠ চুকিয়ে প্রথম ৮ বছর তিনি বিভিন্ন কাজ করেন , প্রথমে New India Assurance Company -তে সেল্স ম্যান হিসাবে ও পরে P. Ambala ,P.D.Shukla ,J.L.Shah ও Madanlal Shukla প্রমুখ ব্যাবসায়ীদের অধীনে কাজ করেন (2) । P. Ambala & Sons -এ P.D. Shukla -এর ব্রোকার রূপে তার Share...