Plant Anatomy#Meristematic Tissue#ভাজক কলা

Characteristics of Meristematic tissue:
(i)ভাজক কলার কোষগুলো সমান আকারের হয়।
(ii) কোষগুলোর মাঝে কোশান্তর রন্ধ্র নেই।
(iii) কোষপ্রাচীর পাতলা(ব্যতিক্রম: Ginkgo-র অগ্রস্থ ভাজক কলার কোষগুলো) , সেলুলোজ দ্বারা তৈরি ও বৃহৎ কেন্দ্রীয় নিউক্লিয়াস  বিশিষ্ট।(iv) ঘন সাইটোপ্লাজমেে ergastic matters, যথা-বর্জ্য পদার্থ,সঞ্চিত পদার্থ,ক্ষরিত পদার্থ, ইত্যাদি থাকে  না। ব্যতিক্রম  phellogen এর 
কোশ।
(v)কোশে ক্ষুদ্রাকার কোশগহ্বর একাধিক ও বিক্ষিপ্ত (ব্যতিক্রম Ginkgo) ভাবে থাকে।
(vi)প্লাস্টিড তরুণ (pro-plastid) ।ব্যতিক্রম phellogen -এর কোশ,choloroplast আছে।
(vii) ER এর পরিমাণ কম।
Kaplan,1937 ও Esau, 1965,1977 এদের নাম দেন Eumeristem।

Metistems on the basis of position in the plant body:
(i)Apical meristem: 
               Vascular tissue বিশিষ্ট উদ্ভিদের কান্ড,মূল ও পাতার অগ্রভাগে অবস্থান করে এমন Promeristem ও Primary meristem কে Apical meristem বলে।
       Apical meristemএর কোশের মাইটোসিস বিভাজনের ফলে উদ্ভিদের দেহ গঠনকারী primary permanent tissue এর উৎপত্তি ঘটে ও উদ্ভিদের অক্ষের বৃদ্ধি হয়।
    Pteridophyta -তে একটি ,Gymnosperm ও Angiosperm-এ অগ্রস্থ স্থানে এক বা একাধিক কোশ থাকে।
(ii) Intercalary meristem:
         উদ্ভিদ-অক্ষের বৃদ্ধির সময়  কিছু পরিমাণ apical meristem  আলাদা আলাদা হয়ে  স্থায়ী কলার মধ্যে প্রোথিত হয়ে  নিবেশিত ভাজক কলা /Intercalary meristem গঠন করে ।
   একবীজপত্রী উদ্ভিদের পত্রবৃন্তে , Pinus এর পাতার মূলে, Equisetum এর কান্ড  এর পর্বমধ্যে এই tissue উপস্থিতি দেখা যায়। এরা উদ্ভিদ-অক্ষের বৃদ্ধিতে সহায়ক হয় ।
(iii) Lateral meristem:
        উদ্ভিদের দেহের পার্শ্বীয় সীমান্তে সমান্তরাল ভাবে অবস্থিত  ভাজক কলা গুলোই lateral meristem গঠন করে ও উদ্ভিদ-অক্ষের পরিধি বাড়ায়। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম (প্রাথমিক ভাজক কলা) ও কর্ক ক্যাম্বিয়াম এর প্রকৃত উদাহরণ ।
             

Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Plant Biotechnology and Tissue Culture