Plant Taxonomy # Part II # Families of Dicotyledons# 4th Sem #TU with QA of 2012

 Q. (a) Mention the name of the family and diagnostic characters having the following characters:.      (1+4)x3=15
(i) Reniform anthers
(ii) Gynobasic style
(iii) Tetradynamous stamens
                         Or
(b) Write the binomials of three pulse yielding plants. Write the name of the family to which do they belong. Write the general characters of that family mentioning floral formula. Write the diagnostic characters of Apocynaceae.                                3+1+8+3=15 /2012 TU
Answer: (a):
Character                         Name of family
(i) Reniform anthers        Malvaceae
(ii) Gynobasic style          Lamiaceae
(iii) Tetradynamous         Brassicaceae                  stamens

Diagnostic characters of Malvaceae:
(i) Stellate and lepidote (scaly) hairs on the young parts ; mucilaginous juice present .
তরুণ গঠন স্টিলেট ও লেপিডেট জাতীয় রোম বিশিষ্ট, মিউসিলেজ উপস্থিত ।
(ii)   Stipulate, stipules free.
সোপপত্রিক, উপপত্র মুক্ত ।
(iii) Flower sometimes subtended by epicalyx at the base.
পুষ্প উপবৃতি বিশিষ্ট।
(iv) Stamens monadelphous on staminal column.
স্টেমেন একগুচ্ছ, স্টেমিনাল কলামে সাজানো।
(v) Anther 1-celled , reniform .
এনথার ১-কোষী, বৃক্কাকার ।
(vi) Fruit capsule or schizocarpic capsule .
ফল ক্যাপসুল বা সাইজোকার্প জাতীয় ক্যাপসুল ।

Diagnostic characters of Lamiaceae:
(i) Plants aromatic herb or shrub.
উদ্ভিদ গন্ধযুক্ত বীরুৎ বা গুল্ম ।
(ii) Stems quadrangular, stem hairs glandular. 
কান্ড চতুঃকোণ, গ্রন্থিযুক্ত রোম বিশিষ্ট।
(iii) Leaves simple,opposite-decussate , exstipulate .
পাতা সরল , প্রতিমুখ- তির্যকপন্ন, অনুপপত্রী ।
(iv) Infloresences mostly verticillaster .
অধিকাংশ পুষ্পবিন্যাস ভার্টিসিলেস্টার ।
(v)Corolla bilabiate ; stamens 4 , epipetalous , didynamous .
দলমন্ডল দ্বি-উষ্ঠাকার; স্টেমেন ৪ টি, দললগ্ন , দীর্ঘ-দ্বি-দ্বয়ী ।
(vi) Carpels 2,syncarpous, style gynobasic.
দ্বি-গর্ভপত্রী , সিনকারপাস, স্টাইল গর্ভমূলোত্থক ।

Diagnostic characters of Brassicaceae:
(i) Plants herbs with hairs & watery sap.
উদ্ভিদ বীরুৎ, রোম বিশিষ্ট, জলীয় রসযুক্ত ।
(ii)Leaves radical & cauline,exstiulate .
পাতা রেডিকেল ও কলাইন,অনুপপত্রী।
(iii) Sepals 4 (2+2) ,in two dimerous whorls.
বৃত্যা্্শ ৪ টি (২+২), দুটি আবর্তে সজ্জিত।
(iv) Petals 4 , cruciform.
পাপড়ি ৪ টি, ক্রুশাকার ।
(v) Stamens 6 (2+4) , tetradynamous .
পু্্কেশর ৬(২+৪) , দীর্ঘচতুষ্ঠয়ী ।
(vi) False replum present in ovary , fruit siliqua or silicula.
গর্ভাশয় মেকী রেপলাম বিশিষ্ট , ফল সিলিকুয়া বা সিলিকুলা ।
* Radical = leaves borne on very reduced underground stem.
*Cauline= leaves borne on the main stem only.

(b) Pulse (ডাল) yielding plants:
Binomial                            Common name
Cajanus cajan         Pigeon pea /অড়হড়
Cicer arietinum       Chick pea/ছোলা
Lens culinaris         Lentil /মুসুর 
  Pulse yielding plants belong to the family Papilionaceae ( ডাল উৎপাদনকারী উদ্ভিদ Papilionaceae গোত্রের অন্তর্ভুক্ত).
 General characters of Papilionaceae:
Plants: Herbs, shrubs, climbers ( Vicia, Lathyrus , Pisum)or trees (Rabinia, Laburnum,  Erythrina,Dalbergia ,etc.), terestrial ,rarely aquatic (Aeschynomene aspera ).
বীরুৎ,গুল্ম, আরোহী(Vicia, Lathyrus,Pisum ),  বৃক্ষ(Rabinia, Laburnum,Erythrina, Dalbergia) স্থলজ , কদাচিত জলজ (Aeschynomene aspera )
Leaves: Simple(in some sp.of Crotalaria) or compound, alternate, pinnate,  stipulate; leaf base have pulvinus, generally imparipinnate but paripinnate in Abrus.
পত্র সরল,(Crotalariaএর কয়েক প্রজাতি ) বা যৌগিক , একান্তর, পক্ষল , সোপপত্রিক, পত্রমূল পালভিনাস বিশিষ্ট , সাধারণত সচূড় , কিন্তু Abrus এ অচূড় ।
Inflorescence:Raceme,panicles (Dalbergia) or dense axillary heads (Trifolium) or solitary (in some sp. of Lathyrus ).
পুষ্পবিন্যাস : রেসিম, পেনিকেল (Dalbergia) বা ঘণ কাক্ষিক মুন্ডক ( Trifolium ) ,একক ( Lathyrus  এর কয়েক প্রজাতি ) ।
Flower: Medianly zygomorphic , bisexual , hypogynous or perigynous, pentamerous.
পুষ্প একপ্রতিসম, উভলিঙ্গ, হাইপগাইনাস বা পেরিগাইনাস, ৫ এর গুণিতক।
Calyx: Sepals 5 , irregular, connate,valvate or imbricate, odd sepal is usually anterior.
বৃতিতে সেপাল ৫ টি , অসম, কোনেট, ভ্যালভেট বা ইম্ব্রিকেট , বিজোড়টি একক ও নিকটবর্তী ।
Corolla: Petals 5, descending -imbricate / papilionaceous ;  posterior is odd , the  outermost & often the largest --the standard ; two lateral petals auriculated or clawed ---wings or aloe ; the anterior pair connate slightly to form boat shaped --keel or carina.In Amorpha wings and keel are absent and apetalous in some species of Lespedeza .
দল ৫ টি, প্রজাপতিসম ; দূরবর্তী দলটি একক, সর্ববহিস্থ, সর্ববৃহৎ --standard; পার্শীয় দুইটি দলফলক বিশিষ্ট---wing বা aloe  ; নিকটবর্তী দুইটি সামান্য জোড়া লেগে নৌকাবৎ ---keel  বা carina ।Amorphaএ wing ও keel নেই আবার  Lespedeza তে দলমন্ডল নেই।
Androcecium:Samens(9)+1 ,the filaments of 9 stamens united to enclose the ovary & 10th posterior is free or rarely 9 (e.g. Abrus , Dalbergia) , usually  diadelphous or rarely monadelphous (Crotalaria but in C. palida monadelphous).
স্টেমেন (৯)+১, ৯ টি ফিলামেন্ট একত্রিত হয়ে গর্ভাশয়কে ঢেকে রাখে, ১০ম টি মুক্ত ও দূরবর্তী , কদাচিত ৯(Abrus , Dalbergia), সাধারণত দ্বিগুচ্ছ বা কখনো একগুচ্ছ (Crotalaria তবে C.palida এ দ্বিগুচ্ছ ।
Gynoecium : Monocarpellary, ovary superior, unilocular,marginal placentation ; style simple;stigma capitate or terminal.
স্ত্রী-স্তবক: একগর্ভপত্রী , অধিগর্ভ,একপ্রকোষ্ঠী , অমরাবিন্যাস মার্জিনাল ; স্টাইল সরল;স্টিগমা ক্যাপিটেট বা প্রান্তীয় ।
Fruit: Legume or pod. 
ফল : ল্যাগিউম বা পড জাতীয়।
Floral formula of Papilionaceae :
% bisexual K(5) C1+2+(2) A(9)+1 or(10)G1

Diagnostic characters of Apocynaceae:
(i)Plants often have milky latex.
(ii) Leaves exstipulate.
(iii)Corolla funnel shaped or salver shaped , corona at the throat.
(iv) Stamens 5 ,epipetalous , inserted on the corolla tube , anther  saggitate.
(v)Two distint carpels at base,  ovary free & connate at style & stigma  or entitely connate , stigma dumb-bell shaped .
(vi)Fruit- a pair of follicles.

(i) উদ্ভিদ সাদা তরুক্ষীর বিশিষ্ট ।
(ii)পাতা: অনুপপত্রী।
(iii) দলনল ফানেল সদৃশ বা রঙ্গনাকার , নলমুখ রোমশ মুকুট বিশিষ্ট।
(iv)স্টেমেন ৫ ,দললগ্ন , দলনলের ভেতর অবস্থান,এনথার স্যাজিটেট ।
(v) দ্বিগর্ভপত্রী, গর্ভাশয় মুক্ত তবে স্টাইল ও স্টিগমা স্থানে যুক্ত , বা সম্পূর্ণ ভাবে যুক্ত, স্টিগমা ডমরু সদৃশ।
(vi) ফল এক জোড়া ফলিকল ।





Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Detection of unknown sugar sample solution