Plant Anatomy# Formation of Periderm

Plant Anatomy 
Formation of Periderm
   What is periderm? Describe the development of periderm in a plant. State the functions of a periderm. 

      গৌণ বৃদ্ধি সম্পন্ন দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে ও মূলে এবং কদাচিৎ কতিপয় একবীজপত্রী উদ্ভিদে(e. g. 
Dracaena, Aloe, Yucca  ইত্যাদি) গৌণ বৃদ্ধি কালে বহিঃস্টিলি স্থানে  ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম নামক  একস্তরী গৌণ ভাজক কলার সক্রিয়তার ফলে তৈরী ফেলেম, ফেলোজেন ও ফেলোডার্ম নিয়ে গঠিত রক্ষী কলাসমষ্টিকে Periderm  বলে। 

       পেরিডার্মের পরিস্ফুটন নিম্নলিখিত প্রকারে ঘটেঃ-

(1)উদ্ভিদের বৃদ্ধির প্রথম বছরে প্রথম পেরিডার্ম তৈরী হয়। 
    (i)  কান্ডে সাধারনত সাব- এপিডারমাল অংশে ,
    (ii)  Berberis, Vitis ইত্যাদিতে কান্ডের গভীরে প্রাথমিক ফ্লোয়েমে এবং
    (iii)  মূলের ক্ষেত্রে পেরিসাইকেলে  প্রথম পেরিডার্মের উৎপত্তি ঘটে । তবে মূলের কর্টেক্স খাদ্য সঞ্চয় করলে, পরিধি অংশে এই পেরিডার্ম তৈরী হয়। 
(2) সর্ব প্রথমে স্টিলির বাইরে  পরিধির দিকে  এক স্তর কোষ গৌন ভাজক কলা জাতীয়  ফেলোজেনে পরিণত হয়। ক্লোরোপ্লাস্ট ও আরগাস্টিক বস্তুর উপস্থিতিতে এই কোষ গুলো  বিভাজিত হতে থাকে। এই আড়াআড়ি  বিভাজনের ফলে পরিধির দিকে ফেলেম ও কেন্দ্রের দিকে ফেলোডার্ম তৈরী হয় । এই  ফেলেম, ফেলোজেন ও ফেলোডার্ম মিলিত হয়ে প্রাথমিক পেরিডার্ম গঠন করে। 
(3) প্রাথমিক ফেলোজেন নিষ্ক্রিয় হয়ে গেলে নতুন করে আবার ফেলোজেন তৈরী হয়, এব়ং বছর বছর এর  কার্যকারিতার ফলে নতুন করে পেরিডার্ম তৈরী হয়। 
(4)ফেলোজেনের কোষ গুলো এক স্তরী, আয়তাকার বা বহুভূজাকার, ঘন সন্নিবিষ্ট ও আন্তঃকোষী স্থানহীন ও সজীব হয়। 
   ফেলেমের কোষ গুলো আয়তাকার, মৃত, ঘনসন্নিবিষ্ট ও সুবেরিন যুক্ত ও পরে বল্কলে পরিণত হয়। 
   ফেলোডার্ম এর  কোষগুলো ক্লোরেনকাইমা জাতীয়। 
(5) ফেলোজেনের বিভাজনের হার পরিধির দিকে বেশী  ও কেন্দ্রের দিকে কম, ফলে পেরিডার্মে ফেলেম বহুস্তরী ও তুলনায় ফেলোডার্ম কমস্তরী। 
 (6)স্টোমাটার নীচে ফেলোজেন অংশ অসংখ্য আলগা প্যারেনকাইমা দিয়ে filling tissue / complementary   tissue  গঠন করে, ফলে এপিডারমাল স্তর ছিড়ে যায়  ও লেন্টিসেল তৈরী হয় (Wortz, 1955)।ভেতর দিকে স্বাভাবিক ভাবেই ফেলোডার্ম তৈরী হয়। 
      অনেক সময় উদ্ভিদের  গৌণ বৃদ্ধি ছাড়াও আঘাত প্রাপ্ত স্থানেই যে পেরিডার্ম তৈরী হয়, তাকে Wound Periderm  বলে (Morris & Mann, 1955) ।

 পেরিডার্মের কাজ:

(1) পেরিডার্ম তৈরীর ফলে এর ভেতরের কোষ গুলো  শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পায়, ফাটা অংশ দিয়ে  জল ও অনুজীবের প্রবেশ বাধা পায়। 
(2)ফেলেমের কোষগুলো সুবেরিন ও ওয়েক্স যুক্ত হয়ে বাস্পমোচন আটকে দেয়। 
(3) উদ্ভিদ কে যান্ত্রিক দৃঢ়তা দেয়। 
(4).উদ্ভিদ কে আঘাত থেকে রক্ষা করে। 
(5) বল্কল ত্যাগ করে রেচন পদার্থ দূর করে। 

প্রসেনজিৎ সিংহ 
১১/০৫/২০২০
কৈলাসহর।

Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Plant Biotechnology and Tissue Culture