The dried cells of micro-organisms used as food or feed were collectively defined as "microbial proteins" and in 1967 the term SCP ( Single Cell Protein) replaces term 'microbial protein'.
Algae spotting: Specimen 1: সনাক্তকরণ বৈশিষ্ট্য: (১) অনেক গুলো কোষ সাইটোপ্লাজমের সূত্র দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সিনোবিয়াম তৈরি করেছে। (২) অঙ্গজ কোষ গুলো ন্যাসপাতি আকারের । (৩) প্রতি কোষের অগ্রভাগে দুটি করে ফ্ল্যাজেলা আছে। (৪) সিনোবিয়ামের ভেতরে ছোট ছোট কলোনী আছে। সুতরাং,প্রদত্ত নমুনা Volvox এর অপত্য কলোনী সহ একটি সিনোবিয়াম। Specimen: সনাক্তকরণ: (১) থ্যালাস শাখাহীন,সূত্রাকার ও সারিবদ্ধ সবুজ কোষ দিয়ে গঠিত। (২) ফিলামেন্টের কোষগুলো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি। (৩) কিছু কিছু নিবেশিত কোষে টুপি দেখা যায়। (৪) ফিলামেন্টের কয়েকটি কোষ ফোলা ও গোলাকার। সুতরাং, স্পেসিমেনটি Oedogonium এর উগোনিয়াম সহ একটি ফিলামেন্ট । Specimen: সনাক্তকরণ: (১) এক সারিতে সাজানো কোষ বিশিষ্ট শাখাহীন সূত্রাকার ফিলামেন্ট। (২) কোষগুলির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি। (৩) নিবেশিত গোলাকার স্ফীত ওগোনিয়াম আছে। (৪) ওগোনিয়ামের নীচেই সহায়ক কোষের প্রাচীরে খর্বাকার পু়ং ফিলামেন্ট আবদ্ব আছে। অতএব, এইটি Oedogonium এর খর্বাকার পু়ং ফিলামেন্ট সহ একটি ন্যানান্ড্রাস প্রজাতির ফিলামে...
Botany Major ,NEP 2020,Tripura University. Unit II, Microbiology II, 1.Significance of Indian Plant Bacteriologist P.Gunasekaran. Professor Dr.Paramasamy ,PhD, DSc Photograph Courtesy: The Biotech Research Society India( BRSI). Prof.Dr.P.Gunasekaran ,VC,VIT University Bhopal has 32 years of teaching and research experience in Microbiology, Biotechnology and genomics . Metagenomics and Bioprospecting , ko Molecular Biology and Genomics are his research area. His contributions are as follows: (1) Research Projects: 32 (2) Grants received: ₹5510 lakhs (3) Workshops & Conferences Organised: 20 (4) Students awarded: Ph.D. 44 ; M.Phil 25 (5) MSc students project: 87 (6) Publications in Journals: 175 (7) Book Chapters written: 30 (8) Papers presented in Conferences : 192 (9) Books written: 20 Dr.PGS has begged several National and International Awards and Fellowships and held many more Positions from Lecturer (1980) - S...
1. What is "totipotency"? The ability of a plant cell to perform all the activities of development like a zygote to develop into a complete plant is termed as totipotency. Haberlandt ,1902 first demonstrated totipotency by in vitro technique. 2. How do haploid plants produced? Haploid (n) plants are obtained by induction of embryogenesis during Anther and Pollen Culture. 3. How are haploid plants made Homozygous diploid ? 2/2020 BotH,TU The chromosome set of haploid pollen grains are first doubled by mutagenic chemicals like colchine (0.5% for 24-48 hr.). Then homokaryotic fusion resulted into production of homozygous diploid plants ( Vasil and Nitsch,1975). 4. What is Anther Culture?Describe the process with factors. Th...
Comments
Post a Comment