Botany Sem II / Unit I / Algae/ Chapter 2 /Diatom/ 2.2 Reproduction/ TU
2.2.Reproduction
Diatoms cell divide to perform vegetative reproduction and auxospores formed during sexual reproduction.
Fig: Cell division in diatoms
2.2.1.Cell division
The vegetative cell division takes place during mid-night or early morning.The process is as follows:
(i)At the beginning protoplast slightly increases in diameter ,as a result epitheca and hypotheca seperate from each other.
(ii) Then nucleus and cytoplasm divide longitudinal plane i.e. parallel to the valve faces.
(iii) So,seperated epitheca and hypotheca get daughter protoplasm where one side is covered and the other naked .
(iv) New silica valves deposited on the naked side on both case .These new valves will be hopotheca of new cells.
(v)The daughter cell containing epitheca of mother cell attains same size of the parent ,whereas, which contains mother cell's hypotheca ( now behaving as the epitheca in daughter cell) will be slightly smaller than the sister cell as well as the parent cell.
Thus, there are two lines of descendants ----one retaining original size , ---the ohter is diminution in size in the successive generations . It was briefly described by Macdonald 1889 and Pfitzer1882 , hence termed as Macdonald Pfitzer law. But this diminution is not continued for a long time as smaller cells perform asexual mode of asexual reproduction to form auxospore to attaining original bigger size .
ডায়াটমের অঙ্গজ জনন
ডায়াটম মধ্য রাতে বা ভোরে কোষ বিভাজন সম্পাদন করে। প্রক্রিয়াটি নিম্নরূপ:
(i) কোষ বিভাজনের শুরুতে কোষের প্রোটোপ্লাষ্ট পরিধিতে বেড়ে যায় , ফলে ফ্রুষ্টুলের এপিথেকা ও হাইপোথেকা আলাদা হয়ে যায়।
(ii)এই সময় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম ভালবের মুখের সমান্তরালে মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভাগ হয়।
(iii) আলাদা হওয়া এপিথেকা ও হাইপোথেকার প্রোটোপ্লাস্টের এক দিক নগ্ন থাকে।
(iv) উভয় ক্ষেত্রেই নগ্ন দিকে নতুন সিলিকা গঠিত ভালব তৈরি হয় যা অপত্য কোষে হাইপোথেকার রূপ পায়।
(v) যে অপত্য কোষ মাতৃকোষের এপিথেকা পায় সেটি মাতৃ কোষের সমান হয় , আর যে অপত্য মাতৃকোষের হাইপোথেকা পায় ( হাইপোথেকাটি অপত্যে এপিথেকা রূপে আচরন করে ) সেটি আকারে ছোট হয় ।
এইভাবে ক্রমিকহারে কোষ বিভাজন হতে থাকলে অপত্যের এক দল আকারে মাতৃ কোষের সমান হয় আর অন্য দিকের অপত্যগুলি ক্রমশঃ আকারে ছোট হতে থাকে ও ক্রমিক নূন্যতা পায়। এই ঘটনা Macdonald 1889 ও Pfitzer 1882 প্রথম অনুশীলন করেন , তাই এই ঘটনাকে Macdonald Pfitzer law বলে ।অবশ্য এই ক্রমিক নূন্যতা বেশি দিন চলে না , কারণ ছোট কোষগুলি যৌন জনন সম্পাদন করে auxospore তৈরীর মাধ্যমে আবার মাতৃকোষের সমান আকারের হয় ।
Comments
Post a Comment