Botany Sem--ll / Unit-l /Algae /Chapter 2 Diatom / 2.1 Cell Structure/TU

             Bacillariophyceae এর শৈবাল/algae কে বলা হয় diatom ।এদের প্রায় 190 টি genus ফসিলে পরিণত হয়েছে। মিষ্টি জল , লবনাক্ত জল ও ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে ডায়াটম জন্মায়।
2.1 Cell structure
           ডায়াটম এককোষী , অরীয়ভাবে প্রতিসম বা দ্বি-পার্শ্বীয়ভাবে প্রতিসম ।  এদের কোষের দুটি ভাগ - কোষ প্রাচীর  ও প্রোটোপ্লাজম ।ডায়াটমের কোষকে ফ্রুসটিউল বলে ।
A.Cellwall/কোষপ্রাচীর
 (i)কোষপ্রাচীর সিলিসিক অ্যাসিডের পলিমার ও প্রোটিন, পলিস্যাকারাইড ও লিপিড দিয়ে তৈরি।
(ii) কোষের বাহিরের ভালবকে এপিথেকা  ও ভেতরের ভালবকে হাইপোথেকা  বলে । এই দুটি ভালব সিঙ্গুলা বা গার্ডল দিয়ে যুক্ত থাকে।
(iii) উভয় থেকাই দুটি করে গঠন দিয়ে তৈরি - এপিভালব:-এটি এপিথেকার সমতল উপরিভাগ যা কিনারার দিকে বাঁকানো।এপিসিঙ্গুলা:- এটি চক্রাকার গোল পিপাকে আটকাতে পার্শ্বপ্রাচীরে আটকানো থাকে।এইরকমের হাইপোথেকার দুটি গঠনকে বলে হাইপোভালব ও হাইপোসিঙ্গুলাম ।
(iv) সেন্ট্রিক ডায়াটমের কোষপ্রাচীর অরীয় প্রতিসম ও পিনেট ডায়াটমে দ্বি-পার্শ্বিক প্রতিসম ।                       (v) ভালব প্রাচীরের মাঝের লম্বা খাঁজকে বলে রাফি , যা কোষের প্রস্থচ্ছেদে V এর মতো । রাফির দু প্রান্তের আবের মতো গঠনকে পোলার নডিউল ও মাঝের আবের মতো গঠনকে সেন্ট্রাল নডিউল বলে।
B.Protoplasm/প্রোটোপ্লাজম 
(i) কোষপ্রাচীরের ঠিক ভেতরে প্রোটোপ্লাজম কোষ পর্দা/plasmamembrane দিয়ে ঘেরা থাকে।
(ii) একমাত্র নিউক্লিয়াসটি কোষের একপাশে বা মাঝে ফাঁকা স্থানে সাইটোপ্লাজমিক স্ট্রান্ড দিয়ে আটকে থাকে।
(iii) ক্লোরোপ্লাস্টটি বাদামি বর্ণের , পাইরিনয়েড সমন্বিত, Grammatophora marina  আর Rhabdonema arcuatum এ স্টিলেট গঠনের , Striatella  তে আর্ধেক তারকা সদৃশ আর H-এর মতো হয় Gomphonema তে।
(iv)কোষে ক্লোরোফিল a¹,c¹ , c²,বিটা-ক্যারোটিন , ফিউকোজ্যানথিন, নিওফিউকোজ্যান্থিন , ডায়াটোজ্যান্থিন ও ডায়াডিনোজ্যান্থিন এর সাথেই  থাকায় কোষ সোনালী রঙের হয় ও এই সবগুলোকে একসাথে ডায়াটমিন বলে ।
(v)কোষে মাইটোকন্ড্রিয়া, গলগিবস্তু , সঞ্চিত খাদ্য যথাক্রমে স্নেহ পদার্থ, লিউকোসিন,  ভলিউটিন দানা ও ক্রাইসোল্যামিনারিন থাকে ।
2.1 Cell structure
       A diatom is unicellular , bi-laterally or radially symmetrical . The cell is termed as frustule and made-up of cell wall and the protoplasm.
A.Cell wall
(i)Silicic acid polymer and protein, lipid , polysaccharide are the main component of the cell wall .
(ii)It has two valves, upper one is epitheca and the lower /inner is hypotheca  both of them are fitted together by girdle/ cingula.
(iii)Each theca have two structural units :
Epivalve :  It is the upper flat top surface of the epitheca and incurved at periphery.
Epicingula :  This one is attached to the lateral side to hold the whole body.
(iv)Cell wall of centric diatom is radially symmetrical and pinnate is bi-lateral.
(v)An elongated slit present at the middle of each theca is the raphe which appears "V'- shaped on T.S.The central thickening of the raphe is the central nodule and that of both ends are the polar nodules.
B.Protoplasm 
(i)The plasmamembrane is present just inner to the cell wall to keep protoplasm .
(ii)The nucleus is centrally or side-wise located and connected by cytoplasmic strands.
(iii)Chloroplast is brown coloured , having pyrenoid and in Grammatophora marina & Rhabdonema areuatum it is stelate , half star shaped in Striatella and H-shaped in Gomphonema.
(iv)The photosynthetic pigments are chl a,  chl c¹,  chl c², beta-carotene, fucoxanthin , neofucoxanthin , diatoxanthin, carotene and diadinoxanthin and appear golden brown . The mixture of all of the pigments are called diatomin.
(v)Moreover cytoplasm have mitochondria, golgi body , reserve food as oil-drops,  leucosin  ,  chrysolaminarin  and volutene granules ,etc.



Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Plant Biotechnology and Tissue Culture