Types of vascular bundles

নালিকা বান্ডিল এর প্রকারভেদ
Q. Write a note on different types of vascular bundles with diagrams and examples. 
A------>
          টেরিডোফাইটা, প্রোজিমনোস্পার্ম, জিমনোস্পার্ম ও এনজিয়োস্পার্ম ইত্যাদি উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম নামক জটিল স্থায়ী কলা দিয়ে গঠিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবন ও খাদ্য সংবহনে অংশ গ্রহণকারী গুচ্ছ গুচ্ছ গঠনকে Vascular Bundles  বলে। 
        নালিকা বান্ডিলে জাইলেম ও ফ্লোয়েম নামক জটিল স্থায়ী কলার বিন্যাসের উপর নির্ভর করে  বান্ডিল গুলোকে চার ভাগে ভাগ করা যায়। যথা:--
(1) Collatetal vascular bundles 
    (i) Open Collatetal vascular bundles 
    (ii) Closed Collatetal vascular bundles 
(2) Bicollateral vascular bundles
(3) Concentric vascular bundles 
     (i) Hadrocentric valscular bundles 
     (ii) Leptocentric vascular bundles 
(4)Radial vascular bundles 
     (i)  Diarch
     (ii) Triarch
     (ii) Tetrach 
     (iv) Polyarch
      নীচে  প্রতি প্রকারের নালিকা বান্ডিলের বিস্তারিত আলোচনা করা হল:-- 

 (1)Collateral bundles :-
      যে সকল নালিকা বান্ডিলে জাইলেম ও ফ্লোয়েম নামক জটিল স্থায়ী কলা সংযুক্ত ভাবে একই ব্যাসার্ধে থাকে (ফ্লোয়েম পরিধির দিকে ও জাইলেম কেন্দ্রের দিকে), তাদের সমপার্শ্বীয়/ Collatetal vascular bundles  বলে। 
      ক্যাম্বিয়াম এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে  Collatetal vascular bundle গুলো  দুই প্রকার :-

      (i) Collateral vascular bundle এ ফ্লোয়েম ও জাই‌লেম এর মাঝে যদি ক্যাম্বিয়াম নামক ভাজক কলা থাকে, তবে সেই গুলো Open  Collatetal vascular bundle ।উদাহরণ :-
     যে কোন Dicotyledon  এর কান্ডের নালিকা বান্ডিল।  যেমন  Leucas, Helianthus  ইত্যাদি। এই প্রকারের ক্যাম্বিয়ামকে বলা হয়  fascicular cambium  এর বিভাজনের ফলে নালিকা বান্ডিলের স্বাভাবিক গৌণ বৃদ্ধি ঘটে। 

      (ii) Collateral vascular bundle এ ফ্লোয়েম ও জাইলেম এর মাঝে যদি ক্যাম্বিয়াম নামক ভাজক কলা না থাকে, তবে সেই গুলো Closed Collatetal vascular bundle ।উদাহরণ :-
       যে কোন  Monocot এর কান্ডের নালিকা বান্ডিল। যেমন  Oryza sativa । সাধারনত এই নালিকা বান্ডিলের চারদিক বেষ্টন করে Sclerenchyma দিয়ে গঠিত  Bundle sheath  থাকে, আর যদি না থাকে তবে ঐ কান্ড  anomalous (e. g., Asparagus)  জাতীয় হয়। 

(2) Bicollateral vascular bundles :-
      যে সকল নালিকা বান্ডিলে একই ব্যাসার্ধে পরিধি থেকে কেন্দ্র বরাবর বহিঃফ্লোয়েম, বহিঃ ক্যাম্বিয়াম, জাইলেম,অন্তঃ ক্যাম্বিয়াম ও অন্তঃ ফ্লোয়েম  সজ্জিত থাকে, তাদের  Bicollateral vascular bundle বলে। উদাহরণ : Cucurbita family  এর উদ্ভিদ, যেমন:-  Cucurbita  এর কান্ড। 
      এই প্রকারের নালিকা বান্ডিল গুলো মুক্ত /open  প্রকৃতির হয়,তবে কেবলমাত্র বহিঃ ক্যাম্বিয়াম বিভাজিত হয়ে গৌণ বৃদ্ধি ঘটায়। 

(3)  Concentric vascular bundles :-
       যে সকল ,নালিকা বান্ডিলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধেই একে অপরকে বেষ্টন করে থাকে, তাদের concentric vascular bundles বলে । এই সকল নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে না, ফলে বদ্ধ /closed প্রকৃতির হয় ।
       জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান অনুযায়ী এই নালিকা বান্ডিল গুলো দুই ধরনের হয়:
     (i) Hadrocentric/Amphicribral:যখন কেন্দ্রীয় নিরেট জাইলেমকে সম্পূর্ণ ভাবে বেষ্টন করে ফ্লোয়েম অবস্থান করে , উদা: Lycopodium, Selaginella।
     (ii)Leptocentric/Amphovassal: যখন কেন্দ্রীয় নিরেট ফ্লোয়েমকে সম্পূর্ণ ভাবে বেষ্টন করে জাইলেম অবস্থান করে । উদা: Dracaena, Yukka ইত্যাদি monocotকান্ড।     
      (4) Radial vascular bundles:
       যে সকল নালিকা বান্ডিলে প্রাথমিক জাইলেম ও প্রাথমিক ফ্লোয়েম আলাদা ব্যাসার্ধে  একান্তর ভাবে অবস্থান করে , জাইলেম ও ফ্লোয়েমের মাঝে যোজক কলা/conjunctive tissue থাকে, তাদের Radial vascular bundles/ অরীয় নালিকা বান্ডিল বলে । সকল প্রকারের মূলে এই নালিকা বান্ডিল গুলো দেখতে পাওয়া যায় । জাইলেম আর্ক একটি হলে monarch , দুইটি হলে diarch, তিনটি হলে Triarch, চারটি হলে Tetrach, পাঁচ টি হলে Pentarch,6টি হলে Hexarch বলে । Dicot root এ এইগুলো থাকে। আবার monocot root এ ৬ এর বেশি হয় ও polyarch বলে ।
      এই প্রকারের নালিকা বান্ডিলে প্রাথমিক ক্যাম্বিয়াম নেই, কিন্তু গৌণ বৃদ্ধি কালে গৌণ ক্যাম্বিয়াম কার্যকর হয়।

Comments

Popular posts from this blog

বোটানি প্র্যাকটিকেল ( বাংলায় ) BSc Tripura University

Under Graduate Botany (Major ) , 1st Semester. Microbiology#Phycology By Prasenjit Sinha

Detection of unknown sugar sample solution